এ্যানির উপস্থিতিতে বিএনপি নেতাকর্মীদের প্রতি ক্ষোভ ঝাড়লেন সারজিস (ভিডিও)

সারজিস আলম
সারজিস আলম  © সংগৃহীত

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছেন এক বিএনপি নেতা। আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।

পরে বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) জাতীয় যুব সম্মেলন ২০২৫- এ বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির উপস্থিতিতে দলটির নেতাকর্মীর প্রতি ক্ষোভ ঝাড়লেন সারজিস আলম। এ সময় এ্যানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যুব সম্মেলন আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তি।

যুব সম্মেলনে সারজিস আলম বলেন, আমরা এখন অন্যায় প্রতিবাদ করলে, সত্যি কথাটা তুলে ধরলে এবং যখন যৌক্তিকভাবে সমালোচনা করি তখন ১০ কোটি টাকার মামলা দেওয়া হয়। এগুলো হচ্ছে আমাদের ভয়ভীতি দেখানোর লক্ষণ। 

সারজিস আরও বলেন, আমরা বিশ্বাস করি, তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না বলে আমি মনে করি। আমরা বিশ্বাস করি, তারা অতি উৎসাহী হয়ে ফুটেজ খাওয়ার জন্য এই কাজগুলো করছে। কিন্তু আমরা তখনই সেটা বিশ্বাস করতে পারবো, যখন দেখবো এসব লোকদের বিরুদ্ধে (বিএনপির) সেন্ট্রাল কমান্ড থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

 


সর্বশেষ সংবাদ