হাসনাত-সারজিসরা এখন কোথায়?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৫:২৫ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ১১:৩০ AM
গতকাল জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীজুড়ে ছিল নানা কর্মসূচি। ঠিক সে সময়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতা ব্যক্তিগত সফরে ছিলেন কক্সবাজারে। এমন গুরুত্বপূর্ণ দিনে এনসিপির কেন্দ্রীয় নেতাদের কক্সবাজার সফর ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা গুঞ্জন উঠলেও, বিষয়টি অস্বীকার করেছে দলটি।
এদিকে অনেকের আগ্রহের জায়গা হাসনাত-সারজিসসহ এনসিপির কেন্দ্রীয় এই পাঁচ নেতা এখন কোথায়? তাদের বর্তমান অবস্থান কিংবা দলীয় কার্যালয়ে তারা ফিরেছেন কি না, সে বিষয়ে আগ্রহের শেষ নেই নেটিজেনদের।
এনসিপি সূত্রে জানা গেছে, কক্সবাজারে কয়েকদিনের ব্যক্তিগত সফর শেষে রাজধানীর উদ্দেশ্যে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতা। আজ (বুধবার) সকালের পর কক্সবাজারের একটি অভিজাত হোটেল থেকে ঢাকা ফেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আজ সন্ধ্যার মধ্যে তারা রাজধানীতে পৌঁছাতে পারেন। ঢাকা ফিরেই তারা দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে শোকজের ব্যাখ্যা দেবেন বলে ধারণা করা হচ্ছে।
এনসিপির একজন যুগ্ম-আহ্বায়ক বলেন, ‘ঢাকার উদ্দেশ্যে তারা (হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসিরুদ্দীন পাটওয়ারী ও খালেদ সাইফুল্লাহ) যাত্রা শুরু করেছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে তারা ঢাকা পোঁছাবেন।’ তিনি আরও বলেন, ‘তারা ফিরছেন এটা ইতিবাচক। তবে কেন এমন একটি দিনে এমন সফর প্রয়োজন হলো, সে প্রশ্নের সদুত্তর দিতে হবে। রাজনৈতিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না।’
অপরদিকে দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আজ বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দীন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ ব্যাখ্যা চাওয়া হয়।
চিঠিতে বলা হয়, গতকাল ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা 'রাজনৈতিক পর্ষদ' এর নিকট পূর্বে অবগত করা হয়নি। এমতাবস্থায়, এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘন্টার মধ্যে আহ্বায়ক জনাব মোঃ নাহিদ ইসলাম এবং সদস্যসচিব জনাব আখতার হোসেনের নিকট স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।