বরিশাল বিশ্ববিদ্যালয়

কমিটি ঘোষণার আগে পদপ্রত্যাশীরা শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত কিনা, যাচাই করছে ছাত্রদল

৩১ জুলাই ২০২৫, ০৯:৩৫ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
বরিশাল বিশ্ববিদ্যালয় ও ছাত্রদল

বরিশাল বিশ্ববিদ্যালয় ও ছাত্রদল © লোগো

নতুন কমিটি ঘোষণা করতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলরুমে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে সদস্য ফরমও বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম দিপু পাটোওয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মো. আসাদুজ্জামান রিংকু ও তারেক হাসান মামুন। 

শিগগির এই শাখায় নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল পুনর্গঠনের কেন্দ্রীয় টিমের দায়িত্ব পালন করা কেন্দ্রীয় টিমের আসাদুজ্জামান রিংকু। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, উৎসবমুখর পরিবেশে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আগ্রহী সদস্যদের মাঝে সদস্য ফরম বিতরণ ও ফরম পূরণ করার পর জমাও নেওয়া হয়। সপ্তাহ-দশদিন পর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শে এখানে নতুন কমিটি দেওয়া হবে। 

এদিকে, এই শাখায় কমিটি দেওয়ার আগে পদপ্রত্যাশীরা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে জড়িত কিনা, তা যাচাই করছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান রিংকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ্রত্যাশী নেতৃবৃন্দের নামে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ থাকলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠনকল্পে দায়িত্বপ্রাপ্ত নিচের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে সশরীরে জমাদান অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হলো। বিজ্ঞপ্তি প্রকাশের ৭২ ঘণ্টা পর আর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না বলে এতে বলা হয়েছে।

এ বিষয়ে আসাদুজ্জামান রিংকু বলেন, নতুন কমিটি দেওয়ার আগে ছাত্রদলে অনুপ্রবেশ কিংবা প্রচলিত কোনো অপরাধে জড়িত কিনা, সেটি জানার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বিতর্কিত কেউ কমিটিতে স্থান পাবে না বলে আমরা মনে করি।

সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬