ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমার মাও এক সন্তানকে হারিয়েছেন: তারেক রহমান

৩১ জুলাই ২০২৫, ০৯:১২ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
বক্তব্য রাখছেন তারেক রহমান

বক্তব্য রাখছেন তারেক রহমান © সংগৃহীত

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী দলগুলোর আন্দোলন সংগ্রামে নারীদের স্বজন হারানোর প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার মাও এক সন্তানকে হারিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় অনেক মা তার প্রিয় সন্তান হারিয়েছেন। আমার মাও তার এক সন্তানকে (আরাফাত রহমান কোকো) হারিয়েছেন আপনাদেরই মত।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ২০১৫ সালের জানুয়ারিতে মালয়েশিয়ায় মারা যান। মুদ্রা পাচারের মামলায় ছয় বছর কারাদণ্ডের সাজাপ্রাপ্ত ছিলেন তিনি।
জরুরি অবস্থার সময় গ্রেপ্তার আরাফাত ২০০৮ সালের ১৭ জুলাই তৎকালীন সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়েছিলেন।

তারপর তিনি ব্যাংকক থেকে মালয়েশিয়ায় পাড়ি জমান বলে ২০১১ সালে সাংবাদিকদের জিজ্ঞাসায় জানিয়েছিলেন ঢাকায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত।

আরাফাত রহমান যখন মারা যান সে সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে ছিলেন।

বিএনপি-জামায়াতসহ বেশির দল ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচন বর্জন করেছিল, যে নির্বানের মধ্য দিয়ে আওয়ামী লীগ টানা দ্বিতীয় বারের মত ক্ষমতায় আসে।

আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে সরকারবিরোধী আন্দোলনে দমন-পীড়নের প্রসঙ্গে টেনে তারেক রহমান বলেন, বহু স্ত্রী তার প্রিয়তম স্বামীকে হারিয়েছেন, বোন তার ভাইকে হারিয়েছেন, অনেক মা বহুভাবে নির্যাতিত-নিপীড়িত হয়েছেন। অনেক পরিবারের পারিবারিক বন্ধন ছিন্নবিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

আজও শহীদ আর স্বজন হারানোর অসংখ্য মা বোনের শেষ পর্যন্ত ফ্যাসিবাদ অবসানের পর আমাদের সবার সামনে শিশু-নারী-পুরুষ-ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি মানবিক বাংলাদেশ গঠনের সুযোগ সামনে এসেছে।

ভোট চুরি ঠেকাতে ১১ ফেব্রুয়ারি থেকে পাহাড়ায় থাকার আহ্বান রুম…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভারতের অধিকাংশ পণ্যের জিএসপি সুবিধা স্থগিত করল ইইউ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইউনিটপ্রধানদের কর্মস্থল ছাড়তে লাগবে আইজিপির অনুমতি
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • ২৪ জানুয়ারি ২০২৬
মুড়ি-বাতাসা নিয়ে নির্বাচনী প্রচারণায় এনসিপির প্রার্থী
  • ২৪ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় কালার-ধন মিয়ার গোষ্ঠীর সংঘর্ষ, ১১ নারী গ্রে…
  • ২৪ জানুয়ারি ২০২৬