দুর্নীতি আর চাঁদাবাজির রাজত্ব কবে শেষ হবে, প্রশ্ন তাসনিম জারার

ডা. তাসনিম জারা
ডা. তাসনিম জারা  © সংগৃহীত ছবি

চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন চিকিৎসক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। আজ সোমবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “শুধু চাঁদাবাজ আর দুর্নীতিবাজদের ধরলেই হবে না, তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। তা না হলে চাঁদাবাজি কখনোই বন্ধ হবে না।”

তিনি লেখেন, গত এক মাসে দেশের রাজবাড়ী থেকে খুলনা, পঞ্চগড় থেকে ভোলা পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরেছেন তিনি। আর প্রতিটি জায়গায় সাধারণ মানুষের কাছ থেকে একই প্রশ্ন শুনেছেন: “এই দুর্নীতি আর চাঁদাবাজির রাজত্ব কবে শেষ হবে?”

তাসনিম জারা বলেন, অপরাধী যেই হোক, তার পরিচয়, প্রভাব বা অতীত ইতিহাস যাই থাকুক না কেন, সবাইকে আইনের আওতায় আনতে হবে।

তার ভাষ্য অনুযায়ী, “চাঁদাবাজি আর দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা শুধু বিচ্ছিন্ন কিছু ব্যক্তির বিরুদ্ধে নয়, এটা রাজনৈতিক সংস্কারের লড়াই।”

তিনি রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোর দিকেও আঙুল তুলেছেন। বলেন, “তাদের নিজেদের ঘর গোছাতে হবে। আর এখন যারা রাষ্ট্রক্ষমতায়, তাদের দায়িত্ব সবচেয়ে বড়।”

বর্তমান সরকারের ভূমিকা নিয়ে তিনি হতাশা প্রকাশ করে লেখেন, “এই সরকার দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো কার্যকর ও কঠোর অবস্থান নিতে পারেনি।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শুরুতে দুর্বল ভূমিকা থাকলেও পরে কার্যকর ব্যবস্থা না নেওয়াকে দায়িত্বহীনতা হিসেবেই দেখছেন তিনি।

তবে স্ট্যাটাসের শেষে আশার বাণীও শোনা যায়। তিনি বলেন, “তবে এখনও সময় আছে। এই সরকার যদি সাহসী পদক্ষেপ নেয়, রাজনৈতিক প্রভাবশালী হোক বা প্রশাসনিক ক্ষমতাবান, সবাইকে যদি জবাবদিহির আওতায় আনে, তাহলে মানুষ এই সরকারকে শ্রদ্ধার সাথেই স্মরণ করবে।”


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!