হঠাৎ ফায়ার অ্যালার্ম, জাতীয় ঐকমত্য বৈঠক ত্যাগ করলেন রাজনৈতিক নেতারা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০১:০৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৫:১২ PM
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আলোচনার মধ্যেই হঠাৎ বাজে ফায়ার অ্যালার্ম। সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে বেরিয়ে যান রাজনৈতিক দলগুলোর নেতারা। সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ ঘটনা ঘটে। ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনের বৈঠক চলাকালেই অ্যালার্ম বেজে উঠলে উপস্থিত সবাই দ্রুত একাডেমি ভবন ত্যাগ করেন।
এর আগে ওইদিনের বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওয়াকআউট করে বিএনপি। দলের পক্ষ থেকে জানানো হয়, দুদক, পিএসসি, মহাহিসাবরক্ষক এবং ন্যায়পালের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করতে পৃথক কমিটি গঠনের প্রস্তাবে মতানৈক্য হওয়ায় তারা আলোচনা থেকে সরে দাঁড়ায়।
তবে ১২ দলীয় জোটের সমন্বয়ক জানিয়েছেন, বিএনপির এ সিদ্ধান্ত পূর্বনির্ধারিত ছিল এবং একে ‘বর্জন’ হিসেবে না দেখে আলোচনার নির্দিষ্ট অংশে বিরত থাকা বলা উচিত। দলটি পরে নারী প্রতিনিধিত্ব সংক্রান্ত আলোচনায় অংশ নেবে বলেও জানান তিনি।
বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, “কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। যেসব বিষয়ে এখনো ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে আলোচনা চলছে। আমরা এমন একটি ঐতিহাসিক দলিল তৈরির পথে এগোচ্ছি, যা ভবিষ্যতের বাংলাদেশের দিকনির্দেশনা হয়ে উঠবে।”
কমিশনের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে প্রস্তাবগুলো বারবার সংশোধন করা হচ্ছে। এখন পর্যন্ত ১২টি বিষয়ে দলগুলো একমত হয়েছে, বাকিগুলো নিয়েও ঐক্যমতে পৌঁছাতে চেষ্টার কোনো কমতি নেই।
উল্লেখ্য, এর আগেও ২৩ জুলাই জাতীয় ঐকমত্য সংলাপে সিপিবি, জাসদ ও বাসদ প্রতীকী ওয়াকআউট করেছিল। রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদে পুলিশি হামলার বিরোধিতা করেই তারা সংলাপের শুরুতে এই কর্মসূচি পালন করে।