জাতীয় ঐকমত্য কমিশনের সভা © সংগৃহীত
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের প্রেক্ষাপটে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের ১০টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৩ জুলাই) বিকেল ৩টা থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, জেএসডি, এলডিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, সিপিবি, বাসদের নেতারা আমন্ত্রণ পাওয়ার কথা বলে সূত্রটি নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার (২২ জুলাই) বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।