সুস্থ হয়ে শিগগিরই দেশে ফিরবেন ওবায়দুল কাদের

০৮ এপ্রিল ২০১৯, ০৯:১৮ PM
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল ফেসবুকে এই ছবি পোস্ট করেছেন

ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল ফেসবুকে এই ছবি পোস্ট করেছেন © সংগৃহীত

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসা শেষে এখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল এতথ্য জানিয়েছেন।

হাসপাতালে চিকিৎসা শেষে সিঙ্গাপুরের একটি বাসায় অবস্থান করছেন ওবায়দুল কাদের। সেখানে তার সঙ্গে দেখা করে এসে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন শফিকুল আজম খান। এতে তিনি ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি বলেছেন, ‘সিঙ্গাপুর’য়স্ত কাদের ভাইয়ের বাসায়। আলহামদুলিল্লাহ প্রিয় ওবাইদুল কাদের ভাই সকলের দোয়ায় এখন সুস্থ আছেন। ইনশাআল্লাহ অতি দ্রুত সম্পুর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। সকলে তার জন্য দোয়া করবেন।’

গত শুক্রবার ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। তবে তাকে আরও কিছুদিন সিঙ্গাপুরে অবস্থান করতে হবে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের টিপু সাংবাদিকদেরকে জানিয়েছেন।

গত ৩ মার্চ হৃদরোগে আক্রান্ত হলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয় ওবায়দুল কাদেরকে। পরদিন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গত ২০ মার্চ তার বাইপাস সার্জারি কার হয়।

ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন যেন অযৌক্তিক নাটকীয়তার মঞ্চে পরিণত না হয়: মাহাদি আ…
  • ২৭ জানুয়ারি ২০২৬