বিএনপির অল ম্যান’স ক্লাবে তাসনিম খলিল নেই কেন— প্রশ্ন পিনাকী-জুলকারনায়েনের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৯:৫২ AM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০১:৪৯ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্প্রতি ফ্যাসিবাদবিরোধী সাংবাদিকদের সম্মান জানিয়ে একটি স্কেচ ফটোকার্ড প্রকাশ করেছে। শুক্রবার (১১ জুলাই) রাতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে প্রকাশিত এই কার্ডে সাংবাদিক পিনাকী ভট্টাচার্য, জুলকারনায়েন, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, ফাহামসহ বেশ কয়েকজন নির্বাসিত বা ভিন্নমতাবলম্বী সাংবাদিকের স্কেচ ছবি স্থান পায়।
তবে এই তালিকা থেকে বাংলাদেশের নির্বাসিত খ্যাতিমান সাংবাদিক ও নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিলের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিশেষ করে তালিকাভুক্ত কয়েকজন সাংবাদিক নিজেরাই বিষয়টি নিয়ে সরব হয়েছেন সামাজিক মাধ্যমে।
আলজাজিরার সাংবাদিক জুলকারনায়েন ফেসবুকে প্রশ্ন করে লিখেছেন, ‘অল ম্যান'স ক্লাবে বিগ ম্যান তাসনিম ভাই নাই কেন?’
জুলকারনায়েনের পোস্টের সুরেই পিনাকী ভট্টাচার্যও হতাশা প্রকাশ করে বলেন, ‘বিএনপি মিড়িয়া সেলের ভাইয়েরা আপনারা এসব কাজ না পারলে ফিউচারে করবেন না৷ এই তালিকায় তাসনীম খলিল বাদ পড়াটা অত্যন্ত দুঃখজনক।’
তিনি আরও বলেন, ‘আমার সাথে কারো আদর্শিক বিরোধ থাকতেই পারে সেটি পুরোপুরি ভিন্ন আলাপ। কিন্তু ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে নেত্র নিউজ এবং ব্যক্তি তাসনীম খলিলের অবদান আমরা কখনো ভুলতে পারব না৷ তার অবদান এখানে আমাদের কারো থেকেই কম না। জায়গা না থাকলে আমার ছবির বদলে তার ছবি দিয়ে দিলেও আমি মাইন্ড করতাম না।’
তাসনিম খলিল বর্তমানে নির্বাসনে থাকলেও সাংবাদিকতা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তার সোচ্চার অবস্থান আন্তর্জাতিক মহলেও স্বীকৃত। তিনি তার নিউজপোর্টাল নেত্র নিউজের মাধ্যমে বাংলাদেশের নানা ধরনের মানবাধিকার লঙ্ঘন, গুম, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করে আসছেন।