ফেব্রুয়ারিতেই নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১২:০০ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৯:৫৪ AM
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী বলেছেন, ‘আমাদের আশা, আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে দেশ এগোবে।’ সোমবার (৭ জুলাই) সকাল ১০টায় সিলেট সফরে শুরুর অংশ হিসেবে হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ।
এরআগে সকাল ৯টা ২৫ মিনিটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এই সফরে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের আমন্ত্রণে কেন্দ্রীয় নেতারা এসেছেন। দুপুরে পাঠানটুলার সানরাইজ কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তাঁরা।
পরে দুপুর ২টায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে ২৪ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক নিহত শহীদদের পরিবারের সদস্যদের সম্মানার্থে এক বিশেষ অনুষ্ঠান হবে নগরের দরগাহ গেট এলাকার হোটেল স্টার প্যাসিফিকে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মহাসচিবের সঙ্গে এই সফরে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদ, ইকবাল মাহমুদ টুকু, নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনসহ আরও অনেকে।
সিলেট বিমানবন্দরে মির্জা ফখরুলকে স্বাগত জানান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি. কে. গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।