নির্বাচনে ইসলামপন্থীদের সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত জামায়াত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৪:৫৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৫:৫৯ PM

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের জন্য সর্বোচ্চ ছাড় দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রস্তুত বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। শনিবার (৫ জুলাই) দুপুরে বগুড়ার ঐতিহাসিক টিটু মিলনায়তনে জেলা ও মহানগর উলামা-মাশায়েখ পরিষদ আয়োজিত বিশাল উলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
রফিকুল ইসলাম খান বলেন, দেশের মানুষের প্রত্যাশা সকল আলেম-উলামা ঐক্যবদ্ধ হবেন। স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছরেও আলেম সমাজ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। জুলাই বিপ্লবের পর সেই সম্ভাবনা তৈরি হয়েছে। অতীতের যেকোনো সময়ের চাইতে বর্তমানে আলেম সমাজ ঐক্যবদ্ধ। বৃহত্তর ইসলামী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শীর্ষ নেতৃবৃন্দ ইতোম্যেই নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে বৃহত্তর ঐক্য গড়ার প্রক্রিয়া শুরু করেছেন। ভেতরে ভেতরে সকল ইসলামী দল ও পীর-মাশায়েখগণ ঐক্যবদ্ধ হয়েছেন। আগামী জাতীয় নির্বাচনে দেশের সকল ইসলামপন্থীদের ভোটের বাক্স হবে একটাই।
তিনি বলেন, জুলাই বিপ্লবের পর একটি দল নিজেদেরকে দেশের অঘোষিত মালিক মনে করছে। তারা অপরাধীদের থানা থেকে জোর করে ছাড়িয়ে নিচ্ছে। দেশব্যাপী চাঁদাবাজির মহোৎসব চলছে। অনেক এলাকায় প্রশাসনের কর্মকর্তারা একটি দলের প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রদর্শন করছেন। এসব দলকানা কর্মকর্তাদের অপসারণ করে নিরপেক্ষ কর্মকর্তাদের সেসব পদে বসাতে হবে। প্রশাসন নিরপেক্ষ না হলে দেশে কোনোভাবেই সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সবার নিকট গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সরকারকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে।
তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে ইসলামপন্থীদের বিকল্প নেই। আল্লাহর আইন এবং সৎ মানুষের শাসন ছাড়া কাঙ্খিত শান্তির সমাজ কখনোই সম্ভব নয়। আলেম সমাজ ঐক্যবদ্ধ হলে এ দেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না।