একই অঙ্গে এতো ভিন্ন রূপ কেন— নাসিরকে রিফাত

নাসিরউদ্দিন পাটোয়ারী ও রিফাত রশিদ
নাসিরউদ্দিন পাটোয়ারী ও রিফাত রশিদ  © টিডিসি সম্পাদিত

সম্প্রতি জুলাই অভ্যুত্থানে ৭১ টিভির ভূমিকা সম্পর্কে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ‘৭১ টিভির অনেক সিনিয়র সাংবাদিক জুলাইয়ে আমাদের সাথে একীভূত হয়েছিলো।’ এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ।

শনিবার (২৮ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রশ্ন তুলেন। 

তিনি ফেসবুক স্ট্যাটাসে জানতে চেয়েছেন— “এই ‘আপনাদের’ বলতে আপনি কাদের বুঝিয়েছেন?” এবং “এই সিনিয়র সাংবাদিকরা কারা? তাঁদের নামগুলো কী?”

রিফাত বলেন, “যদি একটু কষ্ট করে বলতেন। গোটা জুলাই জুড়ে একাত্তরের কোনো সিনিয়র সাংবাদিক আমার/আমাদের সাথে ছিলো বলে আমার মনে পরে না।”

তিনি আরও প্রশ্ন তোলেন, “একদিকে বলবেন, ‘মিডিয়ার ফ্যাসিবাদ তাড়াও’, আর অন্যদিকে বলবেন, ‘একাত্তরের সিনিয়র সাংবাদিকরা আমাদের পাশে ছিলেন’।  একই অঙ্গে এত ভিন্ন রূপ কেনো?”

 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!