মাওলানা রফিকুল ইসলাম খান © সংগৃহীত
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। আগে স্থানীয় সরকার নির্বাচন, পরে জাতীয় নির্বাচন দিতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে দলীয় সরকারের অধীনে কোনো স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারের জন্য এখন এটি সময়ের দাবি।
শুক্রবার (২৭ জুন) গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার সাগর-সৈকত কনভেনশন সেন্টারে গাজীপুর জেলা জামায়াত আয়োজিত ২০২৫ সালের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম খান এসব কথা বলেন।
সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, বর্তমান সরকারের ভেতরে এমন কিছু চিহ্নিত ফ্যাসিবাদের দোসর রয়েছে, যারা সরকারের ঘাড়ে, আবার আরেকটি দলের ঘাড়ে চড়ে থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা পোশাক বদলালেও চরিত্র বদলায়নি। গণতন্ত্র হত্যা, ভোট ডাকাতি, গুম-খুন ও দুর্নীতির সঙ্গে জড়িত এসব দুর্বৃত্তদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, বিগত তিনটি ভুয়া নির্বাচন পরিচালনায় জড়িত মাঠ প্রশাসনের সব ব্যক্তিকে বিচারের মুখোমুখি করতে হবে। দেশের অর্থনীতি যারা ফোকলা করে দিয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের গ্রেফতার করে টাকা ফেরত আনতে হবে।
সম্মেলনের সভাপতিত্ব করেন গাজীপুর জেলা জামায়াতের আমির ড. মো. জাহাঙ্গীর আলম। শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জাকারিয়া হোসেন বিন কবির। উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা আমির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মাওলানা সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাওলানা খলিলুর রহমান মাদানী।