মার্কিন দূতাবাসে জামায়াতের বৈঠক, যে বিষয়ে আলোচনা হলো

১৭ জুন ২০২৫, ১০:৩৬ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ১০:২১ AM
বাংলাদেশ জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী © লোগো

ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের রাজনৈতিক শাখাপ্রধানের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৈঠকে দলটির অভ্যন্তরীণ গণতন্ত্রচর্চা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে জামায়াতের দৃষ্টিভঙ্গি ও অবস্থান তুলে ধরা হয়।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনৈতিক শাখাপ্রধান ম্যাথিউ বের এবং তার আরও দুই সহকর্মী উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষে অংশ নেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ।

বৈঠকে ২০২৪ সালের জুলাই মাসে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানের সময়ের হত্যাকাণ্ডের বিচার, দলীয় সংস্কার, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আলোচনা হয়। একই সঙ্গে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে জামায়াতের ভূমিকা ব্যাখ্যা করে দলটি।

প্রসঙ্গত, আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা সংলাপ অনুষ্ঠিত হয়। তবে তাতে অংশ নেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ট্যাগ: জামায়াত
পেশায় রাজনীতিক মির্জা ফখরুলের বছরে আয় ১২ লাখ, মোট সম্পদ কত?
  • ০২ জানুয়ারি ২০২৬
নোয়াখালীতে ৬ মাদকসেবীকে কারাদন্ড
  • ০২ জানুয়ারি ২০২৬
ভারতের জয়শঙ্কর–পাকিস্তানের আয়াজ সাদিকের হাত মেলানো ঘিরে আলো…
  • ০২ জানুয়ারি ২০২৬
ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অফিসার নেবে ইসলামী ব্যাংক, আব…
  • ০২ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার সংস্থার অভিযানে দুই বেকারি…
  • ০২ জানুয়ারি ২০২৬
গুগল জেমিনি দিয়ে সহজেই তৈরি করুন ছবি ও ভিডিও
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!