রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু মঙ্গলবার

১৫ জুন ২০২৫, ০৬:৪৭ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৯:৪৭ PM
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে তিনদিনব্যাপী বৈঠক

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে তিনদিনব্যাপী বৈঠক © ফাইল ফটো

রাজনৈতিক দলগুলোর চূড়ান্ত মতামত গ্রহণের জন্য আবারও বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে তিনদিনব্যাপী বৈঠক। কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজের সভাপতিত্বে চলবে এ অধিবেশন, শেষ হবে ১৯ জুন।

বৈঠকে নিবন্ধিত ও অনিবন্ধিত প্রায় ৩০টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই বৈঠকের মাধ্যমেই আলোচিত জুলাই সনদ বা জাতীয় সনদ তৈরির ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে চায় জাতীয় ঐকমত্য কমিশন।

আরও পড়ুন: মারা গেছেন গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু 

জানা গেছে, আগামী মঙ্গলবার অধিবেশনের প্রথম দিন আগের অসমাপ্ত আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ সংবিধানের ৭০ অনুচ্ছেদের ব্যাপারে ঐকমত্যে পৌঁছানোর ব্যাপারে বিশদ আলোচনা হবে। এ ছাড়া বিরোধীদল থেকে সংসদের স্থায়ী কমিটির সভাপতি মনোনয়নের প্রক্রিয়া ও সংসদে ১০০ নারী প্রতিনিধিত্ব কীভাবে ও কোন প্রক্রিয়ায় নির্বাচিত বা মনোনীত হবে এই বিষয়ে বিশদ আলোচনা হবে। আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে জাতীয় সনদে অন্তর্ভুক্ত হবে।

এ ছাড়া এই বৈঠকে ধারাবাহিকভাবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, জেলা সমন্বয় কাউন্সিল, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধানের মূলনীতি, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও চূড়ান্ত ঐকমত্যে পৌঁছাতে চায় জাতীয় ঐকমত্য কমিশন।  

বৈঠকের আলোচ্যসূচি ও শুরুর তারিখের বিষয়টি নিশ্চিত করে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেন, কাজটি যাতে দ্রুত শেষ করা যায় সে চেষ্টা করবো।

আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬