হাসিনা সরকার ভোটের অধিকার খর্ব করে গণতন্ত্রকে হত্যা করেছে: নায়েবে আমীর

১৪ জুন ২০২৫, ০৩:২৮ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৮:১৬ PM
রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান

রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দৃশ্যমান বিচার ও সংস্কারের কাজ জাতি প্রত্যাশা করে । বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা দিয়ে,জনগণকে মিথ্যা আশা দিয়ে, ভোটের অধিকার খর্ব করে গণতন্ত্রকে হত্যা করেছে। 

শনিবার (১৪ জুন) রাজশাহী নগরীর একটি মিলনায়তনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে রুকন সমাবেশ প্রধান অতিথির আলোচনায় তিনি বলেন এসব কথা বলেন।

তিনি বলেন, বিনা বিচারে ও মিথ্যা ভোটে যে সকল হত্যাকান্ড ঘটেছে তার বিচার নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লবে আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা ও শহীদ পরিবারগুলোর খোঁজ খবর নেওয়া সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি আরও বলেন, দেশের কল্যানের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের অধিকার নিশ্চিত করতে হলে জাস্টিস কায়েম করতে হবে। ইসলাম মানুষের সার্বিক জীবনের সমস্যার সমাধান দিতে পারে, তাই কোরআনের আলোকে ব্যাক্তি জীবন গঠন করতে হবে এবং সততার মানদন্ডে সমাজ পরিচালনা করতে হবে।

সমাবেশ রাজশাহী মহানগরী জাময়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদৎ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ সিদ্দিক হোসাইন, এ্যড. আবু মোহাম্মদ সেলিম, ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল। সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট, রাজশাহী -৩ সংসদীয় আসনের জামায়াত মনোনিত এমপি প্রার্থী আবুল কালাম আজাদসহ অন্যান্য কর্মপরিষদ সদস্যবৃন্দ।

ট্যাগ: জামায়াত
চবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্…
  • ০২ জানুয়ারি ২০২৬
আজ ১০ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে রাজধানীর যেসব এলাকায়
  • ০২ জানুয়ারি ২০২৬
বিদ্যুৎবিহীন-তালাবদ্ধ রেজিস্ট্রি অফিসে আগুন, পুড়ে ছাই প্রা…
  • ০২ জানুয়ারি ২০২৬
জামিনে মুক্তির পর কারাগারের সামনেই প্রতিপক্ষের গুলিবর্ষণ, এ…
  • ০২ জানুয়ারি ২০২৬
ফজরের নামাজের পূর্বের যে আমলে বৃষ্টির মত বর্ষিত হবে রিযিক
  • ০২ জানুয়ারি ২০২৬
ইসলামি দলগুলো নারী প্রার্থীদের কীভাবে গ্রহণ করেছে—জানালেন ড…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!