‘শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৯:০৫ PM , আপডেট: ১৩ জুন ২০২৫, ১০:৪৭ AM
শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (১০ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন। অবশ্যই আসবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সময় তিনি বলেন, তিনি খুব শিগগিরই ফিরছেন। তবে সুনির্দিষ্টভাবে তারেক রহমানের ফেরার তারিখ জানাননি ফখরুল। ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন তারেক রহমান।
লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টার মধ্যে এ বৈঠক হওয়ার কথা বলছে বিএনপি।
মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, নির্ধারিত পরিকল্পনামাফিক সব কিছু হলে এই বৈঠক বড় কোনো মোড় ঘোরানোর ইঙ্গিত দিতে পারে এবং এতে অনেক জটিলতার সমাধান ও নতুন মাত্রার সূচনা হতে পারে।
বিএনপির জন্য ইতিবাচক আরেকটি অগ্রগতির কথা জানিয়ে ফখরুল বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হয়েছে।
তিনি বলেন, আলহামদুলিল্লাহ, তিনি আগের চেয়ে শারীরিকভাবে অনেকটা ভালো। চিকিৎসকদের কথায় সেটিই বোঝা যাচ্ছে। তিনি এখন অনেক ভালো আছেন।
২০০৮ সালে কারামুক্তির পর তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জায়মা রহমানও তার সঙ্গে ছিলেন। এরপর আওয়ামী লীগের সময়ে তাদের আর দেশে ফেরা হয়নি।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর তারেক রহমান একের পর এক মামলা থেকে খালাস পান। সবশেষ গত ২৮ মে দুদকের মামলায় স্ত্রী জুবাইদা রহমানের সঙ্গে তারেক রহমানের সাজার রায় বাতিল করে তাদের খালাস দেয় হাইকোর্ট। ১৭ বছর পর গত ৬ মে শাশুড়ির সঙ্গে লন্ডন থেকে দেশে ফেরেন জুবাইদা; তবে তারেকের এখনও ফেরা হয়নি।