ইশরাককে শপথ পড়ানো নিয়ে যা বলল ইসি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

সম্প্রতি বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করানো হবে কি না, এ নিয়ে রাজনৈতিক ও জনমনে নানা আলোচনা দেখা দিয়েছে। বিভিন্ন ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনকেও (ইসি)। তবে এবার এসব বিষয় নিয়ে মুখ খুলেছে ইসি।

রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে থাকা ইশরাক হোসেনকে শপথ গ্রহণ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) অবস্থান স্পষ্ট করেছেন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (৪ জুন) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নির্বাচনের পর সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচন কমিশনের দায়িত্ব শেষ হয়ে যায়।

কমিশনার বলেন, “আমাদের দায়িত্বের মধ্যে রয়েছে নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে গেজেটে ফলাফল প্রকাশ পর্যন্ত। শপথ গ্রহণ নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত নয়।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করেছে এবং প্রয়োজনীয় সব কাজ সম্পন্ন করেছে।”

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে অন্যান্য কমিশনার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন ও নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ খুব শিগগিরিই ফিরে পাবে বলে জানিয়েছেন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। 

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামি শিগগিরই তার নিবন্ধন ফিরে পাবে। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।’ 


সর্বশেষ সংবাদ