ছাত্রদল ভালো না হলে আগামীর রাজনীতিতে বাংলাদেশে টেকা কঠিন হবে: ফরহাদ

ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ
ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেছেন, গত ১৫ বছর ধরে ছাত্রশিবির ও ছাত্রদলসহ যেসব ছাত্রসংগঠনের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছিল তাদের কাছে প্রত্যাশা ছিল, ৫ আগস্ট পরবর্তী সময়ে তারা এমন আচরণ করবে না যাতে কারও হুমকির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু ছাত্রদলের কাছ থেকে এমন আচরণ লক্ষ্য করা যাচ্ছে। একদিকে তারা শিক্ষার্থীও ওপর হামলা করছে, আবার অন্যদিকে ফেসবুকে সেগুলোকে জাস্টিফাই করছে। ছাত্রদল যদি ভালো না হয় আগামীর রাজনীতিতে বাংলাদেশে টেকা কঠিন হয়ে যাবে।

আজ শনিবার (৩১ মে) বিকেলে সারাদেশে ক্যাম্পাসে ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখা এই কর্মসূচির আয়োজন করে।

এস এম ফরহাদ বলেন, ছাত্রদলের প্রতি আমাদের এক প্রকার সিম্পেথি রয়েছে। কেননা গত ১৫ বছরের দীর্ঘ আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিলেন সংগঠনটির নেতাকর্মীরা। সেই সিম্পেথি থেকে এখনও আমরা আহ্বান করতে চাই, এই সময়টুকু থাকতে আপনারা অপানাদের দলের সকল অপরাধীদের বহিষ্কার করুন এবং শাস্তি নিশ্চিত করুন। কিন্তু অপরাধকে জাস্টিফাই করতে আসবেন না। আপনাদের সভাপতি (কেন্দ্রীয়) যে ‘শিবিরের ওপর দায় দিয়ে দাও’ যে নির্দেশনা রয়েছে সেটি আপনারা ফলো করবেন না। কিন্তু তা না হলে দেশের ছাত্রজনতা দেখে নেবে ইনশাআল্লাহ।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা একদিকে শিক্ষার্থী হামলা করে। আবার অন্যদিকে ফেসবুকে সেগুলোকে জাস্টিফাই করছে। গতকাল একদিনে নারী নির্যাতনের (ছাত্রদল কর্তৃক) তিনটি ঘটনাকে তারা তুচ্ছ বলছে এবং আমরা নাকি সেগুলো নিয়ে মাতামাতি করছে। একদিনে তিনটি ঘটনা তুচ্ছ মনে হলে, তাদের কাছে আমরা কী প্রত্যাশা করবো? 

এস এম ফরহাদ আরও বলেন, আমরা আজকের মানববন্ধন থেকে হুঁশিয়ারি করতে চাই, সেই ১৫ জুলাই ছাত্রলীগকে হুঁশিয়ারি করেছিলাম। তখন বলেছিলাম, যদি ছাত্রলীগ ঠিক না হয় এবং আক্রমণ অব্যাহত রাখে তাদেরকে বাংলাদেশ ছাড়া করা হবে। ঠিক তাই হয়েছে। এখন ছাত্রদল যদি আগামীতে ভালোভাবে ফিরে না আসে এবং আবারও যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসবাদীর রাজনীতিতে ফিরে যায়, তাহলে তাদেরকে হুঁশিয়ারি করতে চাই, ৫ই আগস্ট পরবর্তী ছাত্রজনতার যে অন্যায়ের বিপক্ষের অনুভূতি সেটাকে ভয় পেতে থাকুন। যদি ভয় না পান তাহলে ক্যাম্পাসে আপনাদের রাজনীতি তো দূরের কথা, আগামীর রাজনীতিতে বাংলাদেশে টেকা কঠিন হয়ে যাবে আপনাদের।


সর্বশেষ সংবাদ