‘৫ম শ্রেণি পাস করলেই ছেলে-মেয়েদের ছাত্রশিবির-ছাত্রীসংস্থায় দেবেন’

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান  © সংগৃহীত

ছেলে-মেয়েরা ৫ম শ্রেণি করলেই তাদেরকে ছাত্রশিবির ও ছাত্রী সংস্থায় যোগদান করানোর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, শিক্ষার্থীদের জন্য ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্রীসংস্থা সবচেয়ে নিরাপদ ঠিকানা।

আজ শনিবার (৩১ মে) গোপালগঞ্জ শহরের বিসিক এলাকায় অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জ জেলা আমির অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা শাখার আমির মাওলানা বদরুদ্দিন, গোপালগঞ্জের সাবেক জেলা আমির অ্যাডভোকেট আজমল হোসেন সরদার প্রমুখ।

রফিকুল ইসলাম খান বলেন, আপনার ছেলে যদি শিবির করে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে ওই ছেলে নেশাখোর হবে না, অন্যের মেয়ের ওড়না টেনে ধরবে না। আপনার ছেলে যদি শিবির করে তাহলে আপনি এতটুকু নিশ্চিত হতে পারেন যে শিবির করার কারণে আপনার ছেলের রেজাল্ট খারাপ হবে না।

তিনি বলেন, এতগুলো নিশ্চয়তা যার বা যে সংগঠনের মাধ্যমে পাবেন, আমরা যদি এই আন্দোলনে বাচ্চাদের না দিই তাহলে আমরা দুর্ভাগা ছাড়া আর কিছুই না। সুতরাং যাদের ছেলের বয়স ক্লাস ফাইভের ওপর হয়েছে, তাদের শিবিরে দেবেন। আর যাদের মেয়ের বয়স ক্লাস ফাইভের ওপর হয়েছে, তাদের ছাত্রীসংস্থায় দেবেন।

জামায়াতের এই নেতা বলেন, বাংলাদেশের মানুষ যদি জামায়াতকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে জামায়াত রাজা হবে না। জনগণকে প্রজা বানাবে না। আমরা হব দেশের মানুষের সেবক। আমরা শাসক হব না, সেবক হব। আমরা এই প্রতিশ্রুতি দিতে পারি।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী যদি দেশ পরিচালনার সুযোগ পায়, তাহলে বাংলাদেশে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলবাজ থাকবে না। জামায়াতে ইসলামী কোনো সন্ত্রাস, নৈরাজ্য ও দুর্নীতি থাকবে না।


সর্বশেষ সংবাদ