জি এম কাদেরের বাসায় হামলা, রংপুর শহরে উত্তেজনা

২৯ মে ২০২৫, ১০:১২ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ১১:১৫ AM
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাসায় হামলার ঘটনা ঘটেছে

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাসায় হামলার ঘটনা ঘটেছে © সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাসায় হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে আটটার পর রংপুর নগরীর সেনপাড়া এলাকার ওই বাড়িতে (স্কাইভিউ) এ হামলার ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, হামলার সময় ওই বাড়িতেই অবস্থান করছিলেন জি এম কাদের। এ ঘটনায় রংপুর শহরে উত্তেজনা বিরাজ করছে, জাতীয় পার্টির লোকজন ভিড় করছে ওই বাড়ির সামনে।

অভিযোগ উঠেছে , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের সাবেক মুখপাত্র  নাহিদ হাসান খন্দকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের আহবায়ক ইমতিয়াজ ইমতি, এনসিপির রংপুর মহানগরের সংগঠক মারুফ, নয়ন ও এশরাকের নেতৃত্বে এই হামলা চালানো হয়।

আরও পড়ুন: বাংলাদেশে নিজ দেশের নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

এসময় জিএম কাদেরের বাসভবনের সামনে থাকা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় ও বাসভবনে হামলা চালিয়ে ভাংচুর করে। জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ এনসিপি ও বৈষম্যবিরোধী ও ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। এই হামলার জবাব দেয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও সাবেক রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ দলটির নেতাকর্মীরা।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর রংপুর জেলার সংগঠক শেখ রেজওয়ান জানান, মারুফ, নয়ন ও এশরাকের নেতৃত্বে এনসিপির রংপুর মহানগরের একটি বিপথগামী গ্রুপ  এই হামলা চালিয়েছে বলে জানতে পেরেছি। এই হামলার সঙ্গে আমি কিংবা এনসিপির মূল নেতৃবৃন্দের কোন সম্পর্ক নেই।

হামলার সময় ওই বাড়িতেই অবস্থান করছিলেন জিএম কাদের। এ ঘটনায় ওই এলাকাসহ রংপুর নগরীজুড়ে উত্তেজনা বিরাজ করছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির তীব্র নিন্দা জানিয়ে দাবি করেন, এই হামলার  সঙ্গে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা জড়িত।  

তিনি বলেন, জাতীয় পার্টি শান্তিপ্রিয় দল। তারা শান্তিতে থাকতে পছন্দ করে। তবে কেউ হামলা করলে তাকে ছাড় দেবে না রংপুরবাসী।  

 

বিকাশ নগদ ও ব্যাংক—কোন মাধ্যমে কত লাখ পেলেন ব্যারিস্টার ফুয়…
  • ০৮ জানুয়ারি ২০২৬
আজ আমি জিতে গেছি, কিন্তু হাদি ভাই নেই: শান্তা আক্তার
  • ০৮ জানুয়ারি ২০২৬
জবির একমাত্র হল সংসদে ১৩ পদের মধ্যে শীর্ষ ৩ পদসহ ১০টিতেই জয়…
  • ০৮ জানুয়ারি ২০২৬
‘বাদ’ নয়, ‘বিশ্রামে’ সাইফ, জানালেন নাসির
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসুতে ইনকিলাব মঞ্চের সেই শান্তা জয়ী
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসুতে ২১ পদের মধ্যে শীর্ষ ৩ পদসহ ১৫টিতেই জয়ী শিবির
  • ০৮ জানুয়ারি ২০২৬