হকারের মুখে থাপ্পড়কে ‘গায়ে অনিচ্ছাকৃত ধাক্কা’ বললেন যুবদল নেতা নয়ন, দুঃখপ্রকাশ

যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন
যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন  © টিডিসি সম্পাদিত

বেপরোয়া আচরণ কারণে ক্ষমা চেয়েছেন বিএনপির অঙ্গসংগঠন যুবদলের নেতা রবিউল ইসলাম নয়ন। আজ বৃহস্পতিবার (২৯ মে) রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে ক্ষমা চান তিনি।

পোস্টে তিনি লেখেন, গতকাল ২৮ মে পল্টনে তারুণ্যের সমাবেশ সুশৃ*ঙ্খল রাখতে অনভিপ্রেত পরিস্থিতি এড়িয়ে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দের প্রাণপণ চেষ্টার পরেও লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে সুশৃংখল রাখতে গিয়ে একজন হকারের গায়ে অনিচ্ছাকৃত ধাক্কা লাগার মত অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার দৃষ্টিগোচর হয়েছে। 

তিনি আরও লেখেন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এর সদস্য সচিব হিসেবে আমার আরো সচেতন থাকা উচিৎ ছিলো এবং ভবিষ্যতে এব্যাপারে আমি আরো সচেতন থাকবো। পাশাপাশি গতকালের ঘটনার জন্য আমি দু:খ প্রকাশ করছি।

এর আগে গতকাল বুধবার (২৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির তিন অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় ‘তারুণ্যের সমাবেশ’। সমাবেশে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নেতা-কর্মীদের উপস্থিতিতে নয়ন প্রকাশ্যে এক তরুণকে থাপ্পর মারেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সমাবেশ চলাকালে এক তরুণ হেঁটে যাচ্ছিলেন। ঠিক সেই সময় পেছন থেকে গিয়ে রবিউল ইসলাম নয়ন তাকে মুখে থাপ্পর মারেন। আশপাশে থাকা কেউ ঘটনাটিকে প্রতিরোধ করার চেষ্টা করেননি, বরং অনেকেই বিস্মিত হয়ে তাকিয়ে থাকেন।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে নয়নের আগ্রাসী আচরণ এবং তরুণের অসহায় প্রতিক্রিয়া অনেককেই বিচলিত করেছে। বিএনপির অনেক কর্মী-সমর্থকও এই আচরণকে অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করছেন।


সর্বশেষ সংবাদ