ফেসবুকে কমেন্ট করে চাকরি হারানো সেই কর্মকর্তার পাশে সারজিস

সার্জিস আলম
সার্জিস আলম  © সংগৃহীত

ফেসবুকে কমেন্ট করে চাকরি হারানো এক কর্মকর্তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, “গত ১৪ এপ্রিল একজন ভাই আমাকে দুইটি অফিস আদেশের ছবি পাঠান। সেখানে দেখি, আমার একটি ফেসবুক পোস্টে অপ্রীতিকর মন্তব্য করার কারণে একজনকে ২০ ফেব্রুয়ারি সাময়িক বরখাস্ত এবং ১৩ মার্চ বিভাগীয় মামলার মুখোমুখি করা হয়।”

তিনি বলেন, “প্রথমেই পরিষ্কার করে বলি, আমি কখনো ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি, এমনকি এমন কোনো ঘটনার বিষয়েও জানতাম না ১৪ এপ্রিলের আগে। কারও অতিউৎসাহী আচরণে এমনটি হয়ে থাকলে, সেটি আমার অজানা ছিল।”

সারজিস জানান, বিষয়টি জানার পরপরই তিনি সংশ্লিষ্ট ব্যক্তির ফোন নম্বর সংগ্রহ করেন এবং তার সঙ্গে যোগাযোগ করেন। ওই কর্মকর্তাকে তিনি পরামর্শ দেন যেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে চাকরিতে পুনর্বহালের আবেদন করেন। পরবর্তীতে তিনি নিজেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।

সারজিস আলম বলেন, “আমি সচিবকে বলেছি, ওই ব্যক্তির বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই এবং আমি চাই তাকে পুনর্বহাল করা হোক। এখন বিষয়টি যথাযথ প্রক্রিয়ার মধ্যে রয়েছে।”

তিনি এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানিয়ে বলেন, “এই ঘটনাটি নিয়ে বিভ্রান্তিকর প্রচার না চালানোর অনুরোধ জানাই।”


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!