বিএনপি নিলে চাঁদা, আর অন্যরা নিলে হাদিয়া- বিএনপি নেতা তুহিন

১৮ মে ২০২৫, ০৯:০৫ AM , আপডেট: ১৯ মে ২০২৫, ০৮:১১ PM
জনসভায় বিএনপি নেতা তুহিন

জনসভায় বিএনপি নেতা তুহিন © টিডিসি

‘বিএনপি কিছু নিলে সেটি হয় চাঁদা, আর অন্যরা নিলে সেটি হয় হাদিয়া—এই বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে’—বলে এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগনে ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

শনিবার (১৭ মে) বিকেলে নীলফামারীর ডোমার হাইস্কুল মাঠে দীর্ঘ ১৮ বছর পর নিজ জেলায় প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ আয়োজন করে ডোমার উপজেলা ও পৌর বিএনপি।

বিএনপি নেতা তুহিন আরও বলেন, শুধু সংস্কারের কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। বিএনপির ৩১ দফা প্রস্তাবসহ অন্যান্য দলের সংস্কার প্রস্তাব দ্রুত সমন্বয় করে দেশকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে হবে।

নির্বাচন বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার বলে বৈষম্য দূর করছে। অথচ আমিও সেই বৈষম্যের শিকার। সরকারকে আরও আন্তরিক হতে হবে। আমরা চাই, সকলকে নিয়ে গণতান্ত্রিক উপায়ে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন হোক।

নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তুহিন বলেন, একটি দলের কিছু নেতাকর্মীর খারাপ কর্মকাণ্ডের জন্য পুরো দল নিষিদ্ধ হয়েছে। কিন্তু বাংলাদেশে আমরা চাই না আর কোনো দল এভাবে নিষিদ্ধ হোক। গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে। মানুষকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে।

গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন ও পৌর বিএনপির সম্পাদক মোজাফ্ফর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, সাবেক ছাত্রদল সভাপতি রায়হানুল হক প্রধান ইউসুফ এবং জেলা যুবদলের সম্পাদক শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে শুভেচ্ছা জানান। বিকেল ৩টার মধ্যেই ডোমার হাইস্কুল মাঠ জনসমুদ্রে পরিণত হয়। 

 

দেশের ফ্রিল্যান্সাররা পাচ্ছেন বিশেষ সুবিধার সরকারি ডিজিটাল …
  • ১২ জানুয়ারি ২০২৬
জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হলো আরও এক বিশ্ববিদ্যালয়
  • ১২ জানুয়ারি ২০২৬
নির্বাচনে অংশ নিতে পারবেন না জামায়াত প্রার্থী ফজলুল
  • ১২ জানুয়ারি ২০২৬
শত্রু দেশের ওপর নজরদারি করতে কৃত্রিম উপগ্রহ পাঠাল ভারত
  • ১২ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় চাকরি, আবেদন স্নাতক পাসেই
  • ১২ জানুয়ারি ২০২৬
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ফের আবেদনের সুযোগ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9