ডাকসু নির্বাচন

প্রথমবারের মতো মধুর ক্যান্টিনে ইশা ছাত্র আন্দোলন

মধুর ক্যান্টিনে ইশা ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা
মধুর ক্যান্টিনে ইশা ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে প্রথমবারের মতো মধুর ক্যান্টিনে গেছেন ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আজ বুধবার দুপুর ১২টার দিকে সেখানে গিয়ে প্রায় এক ঘন্টা অবস্থান করেন তারা। 

মধুর ক্যান্টিনে সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি হাসিবুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাস বলেন, ডাকসুতে পূর্ণ প্যানেলে নির্বাচন করবে ইশা ছাত্র আন্দোলন। এজন্য গতকাল মঙ্গলবারই পাঁচটি পদে মনোনয়ন ফর্ম কেনা হয়েছে। আজও কয়েকটি পদের জন্য ফর্ম কেনার কার্যক্রম চলছে। তবে হল সংসদে তারা মনোনয়ন নেবেন না বলে জানান ইশা ছাত্র আন্দোলনের এ নেতা।

দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতিতে থাকলেও এর আগে কখনোই আনুষ্ঠানিকভাবে মধুর ক্যান্টিনে যায়নি সংগঠনটির নেতাকর্মীরা। তবে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রথমবারের মতো তারা মধুতে গেলেন বলে জানা গেছে। আজ প্রায় এক ঘন্টা সেখানে অবস্থান করেন ইশা ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এর আগে দীর্ঘ ৯ বছর পর মধুর ক্যান্টিনে যান ছাত্রদলের নেতাকর্মীরা। গত কয়েকদিন ধরেই নিয়মিত এ ছাত্র সংগঠনটির নেতাকর্মীদের মধুর ক্যান্টিনে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। যদিও ছাত্রদলের পক্ষ থেকে এখনো ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম কেনা হয়নি।


সর্বশেষ সংবাদ