হেফাজতের সমাবেশে নারীদের নোংরা ভাষায় গালিগালাজ, নিন্দা জানালেন রিফাত রশিদ

০৪ মে ২০২৫, ০৯:০৬ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:০০ PM
রিফাত রশিদ

রিফাত রশিদ © সৌজন্যেপ্রাপ্ত

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। কমিশনের প্রতিবেদন বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম ও অন্যান্য কিছু সংগঠন। প্রতিবেদন বাতিলের দাবিতে সমাবেশও করেছে হেফাজত। সমাবেশে জুলাইয়ের সম্মুখসারির নারীদের নোংরা ভাষায় গালিগালাজের তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ।

শনিবার (৩ মে) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ নিন্দা জানান। ওই পোস্টে রিফাত রশিদ লেখেন, ‘নারীবিষয়ক সংস্কার কমিশনের দেওয়া রিপোর্ট যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনি প্রতিবাদ করতে পারেন, কমিশনের ভুল রিপোর্টগুলো নিয়ে ওপেন ডিবেটের মাধ্যমে সুরাহায় পৌঁছাতে পারেন, সংশোধনের জন্য আপনার নিজস্ব প্রস্তাবনা পাবলিক স্ফিয়ারে উত্থাপন করতে পারেন, এক্কেবারে পছন্দ না হইলে আপনি বাতিলও চাইতে পারেন।’

রিফাত আরও লিখেছেন, ‘আপনি তাঁদের নোংরা ভাষায় গালিগালাজ করতে পারেন না। আপনার সেই অধিকার নাই। আশা করি হেফাজতে ইসলাম তাদের অবস্থান স্পষ্ট করবে যে এইটা তাদের দলীয় বক্তব্য না। জুলাইয়ের ফ্রন্টলাইনার নারীদের নিয়ে এমন ঘৃণ্য মন্তব্যের নিন্দা জানাই।’

‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাটারি ও মোবাইল উৎপাদনে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: …
  • ৩০ জানুয়ারি ২০২৬
আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬