কারিগরি সেক্টরকে ঢেলে সাজাতে সংস্কার প্রস্তাব দেবে এনসিপি

০৩ মে ২০২৫, ১১:৩৪ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১১ PM
‘এনসিপি -ডিপ্লোমা প্রকৌশল উইং’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠান

‘এনসিপি -ডিপ্লোমা প্রকৌশল উইং’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠান © সংগৃহীত

দেশের কারিগরি সেক্টরকে ঢেলে সাজাতে সংস্কার প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমনটাই জানিয়ে দলটির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের একটি বিশাল জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষার আওতায় আনা জরুরি। এ সেক্টরকে ঢেলে সাজাতে দ্রুত সংস্কার প্রস্তাব পেশ করবে এনসিপি। নিরাপদ প্রকৌশলই এর একমাত্র লক্ষ্য।

আজ শনিবার (৩ মে) সন্ধ্যায় রাজধানীর বাংলামটরে এনসিপির কার্যালয়ে কারিগরি শিক্ষার মান উন্নয়ন, সংস্কারপূর্বক বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টি এবং বিদ্যমান বৈষম্য দূরীকরণে গঠিত ‘এনসিপি -ডিপ্লোমা প্রকৌশল উইং’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসিরুদ্দীন বলেন, কারিগরি সেক্টরে যারা কাজ করছেন, তাদের মর্যাদা একটি নতুন জায়গায় নিয়ে যেতে না পারলে নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত বাস্তবায়ন সম্ভব নয়। তাই সারা বাংলাদেশে যেসব পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য এনসিপি-ডিপ্লোমা প্রকৌশল উইং গঠন করা হয়েছে।

এনসিপির এই নেতা আরও বলেন, বর্তমানে পলিটেকনিকের শিক্ষার্থীদের একটি আন্দোলন চলমান। তারা একটি সংস্কার প্রস্তাবের মাধ্যমে নিজেদের মর্যাদা নিশ্চিত করতে চান। তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্যই আমাদের উইংয়ের যাত্রা শুরু।

অনুষ্ঠানে জানানো হয়, প্রকৌশলী শেখ মো. মঈন উদ্দিনকে সমন্বয়ক, প্রকৌশলী শেখ মো. জামাল ও মো. সালাহউদ্দিনকে যুগ্ম সমন্বয়ক করে ৩৬ সদস্য বিশিষ্ট কমিটি এনসিপি ডিপ্লোমা প্রকৌশল উইং প্রকাশ করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে তারা একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয় অনুষ্ঠানে।

জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬