আ.লীগ নিষিদ্ধের দাবিতে ফেনীতে এনসিপির বিক্ষোভ মিছিল 

২৯ এপ্রিল ২০২৫, ০১:০৮ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩৫ PM
বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে  বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি  (এনসিপি)  ফেনী জেলা শাখা। 

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে পৌরসভা প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে কলেজ রোড, জেল রোড ও ট্রাংক রোড প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। 

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে মিছিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক এবং নোয়াখালী অঞ্চলের প্রধান তত্ত্বাবধায়ক মুনতাসির মাহমুদ। 

তিনি বলেন, ‘আওয়ামী লীগ আলেম ওলামা হত্যাকারী, সেনাবাহিনী হত্যাকারী এবং ছাত্র-জনতার খুনী, গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন। তাই আওয়ামীলীগকে গণভোটের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে এবং দল হিসাবে বিচার করতে হবে। আমরা অবশ্যই নির্বাচন চাই তবে তার আগে রাষ্ট্রের মৌলিক সংস্কারগুলো নিশ্চিত করতে হবে। 

এ সময় মুনতাসির মাহমুদ বিএনপি এবং জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, বিএনপির ডাকে এবং খালেদা জিয়ার মুক্তির জন্যও রাজপথে নেমেছিলাম। আল্লামা সাঈদীর জন্যেও নেমেছিলাম। বিএনপি-জামাত বা অন্য কেউ যাতে এখন ভারতীয় আগ্রাসনের পক্ষে কথা না বলে, ছাত্র-জনতার রক্তের সাথে বেঈমানি না করে।

সভাপতির বক্তব্যে জাহিদুল ইসলাম সৈকত বলেন, ‘আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করবে জুলাইয়ের শহীদরা, আহত যোদ্ধারা, এবং যারা দীর্ঘ ১৫-১৬ বছর ধরে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। একইসঙ্গে, যারা গুম, খুন ও ধর্ষণের শিকার হয়েছেন তারাও এই বিচারে ভূমিকা রাখবেন। গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং তাদের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে।’

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তুহিন আহমেদ, জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক, সুজা উদ্দিন সজিব, এ্যাডভোকেট মনসুর আব্দুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার সংগঠক আব্দুল্লাহ আল যোবায়ের, সাবেক সমন্বয়ক মুহাইমিন তাজিম, আব্দুল আজিজ ও জাতীয় নাগরিক পার্টির সংগঠক আব্দুল কাদেরসহ প্রমুখ।

২৫ জানুয়ারি ফেনী যাচ্ছেন তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
দুর্নীতির অভিযোগে যবিপ্রবির শিক্ষক ও প্রকৌশলী বরখাস্ত
  • ২১ জানুয়ারি ২০২৬
টেকনাফ সীমান্তে ১০টি স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার, এলাকাজুড়ে…
  • ২১ জানুয়ারি ২০২৬
৪ লক্ষাধিক মানুষের জন্য ৪ চিকিৎসক
  • ২১ জানুয়ারি ২০২৬
‘এটাই ক্রিকেট, নিদাহাস ট্রফির কথা মনে পড়ছে’, আবেগাপ্লুত কণ্…
  • ২১ জানুয়ারি ২০২৬
আবরার ফাহাদ হত্যার রায় এই সরকার কার্যকর করতে পারলো না: আবরা…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9