অমুসলিমদের জামায়াতের প্রার্থী হবার আহ্বান শফিকুর রহমানের

ডা. শফিকুর রহমান
ডা. শফিকুর রহমান  © সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে অমুসলিমদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আপনাদের কথা আপনারাই সংসদে গিয়ে বলবেন। আশ্বাস নয়, আহ্বান জানাচ্ছি—যদি পছন্দ করেন, তাহলে আগামীতে জামায়াতের ব্যানারেই নির্বাচনের জন্য তৈরি হোন। আপনারা এলে স্বাগতম, না এলে অন্তত ভালোবাসা চাই—দেশ ও নিজের জন্য।”

বুধবার (২৩ এপ্রিল) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত ‘ভিন্নধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশ’-এ এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান আরও বলেন, “মসজিদ-মাদ্রাসা পাহারা দিতে না হলে মন্দির পাহারা দিতে হবে কেন? এই সংস্কৃতি আমরা বদলাতে চাই। এমন রাষ্ট্র গঠন করতে চাই, যেখানে কাউকে ধর্মীয় উপাসনালয় পাহারা দিতে হবে না।”

তিনি অভিযোগ করেন, ভিন্নধর্মাবলম্বীদের যেসব ন্যায্য দাবি ছিল, তা বহু রাজনৈতিক দল নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করলেও বাস্তবায়ন করেনি। পাশাপাশি বলেন, “ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে যেন দেশ ছাড়তে না হয়। যারা অতীতে দেশ ছেড়েছেন, তাদেরকেও ফেরত আনতে চায় জামায়াত।”

শফিকুর রহমান জানান, তারা এমন রাজনীতি করতে চান না যাতে মানুষ সম্মুখে সম্মান জানায় আর পেছনে গালি দেয়। “সংখ্যালঘু বা সংখ্যাগুরু—এই বিভাজনের রাজনীতিতে আমরা বিশ্বাসী নই,” বলেন তিনি।

সমাবেশে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া বলেন, “সর্বধর্মের মানুষ জামায়াত আমিরকে ভালোবাসেন। আমরা সংসদে গিয়ে আমাদের কথা বলতে চাই।”

জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি দীনবন্ধু রায় বলেন, “জামায়াত ঢাকায় কয়টা বাড়ি দখল করেছে, আর অন্যরা কয়টা করেছে—এই হিসাব নিলে অনেক প্রশ্নের উত্তর মিলবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল অনুপম বড়ুয়া, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence