সড়ক সংস্কার নিয়ে বর্তমান ও ভবিষ্যৎ সরকারের কাছে সারজিসের দাবি

সারজিস আলম
সারজিস আলম  © সংগৃহীত

রাজধানীর সঙ্গে সাতটি বিভাগীয় শহরের সংযোগ সড়কগুলোকে চার লেন অথবা এক্সপ্রেসওয়ে করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এ দাবি জানান।

পোস্টে সারজিস লেখেন, ‘রাজধানী ঢাকা থেকে অন্য সাতটি বিভাগীয় শহরের সংযোগ সড়কগুলো “চার লেন” অথবা “এক্সপ্রেসওয়ে” করা এখন জরুরি হয়ে পড়েছে।’

তিনি বলেন, ‘রাজধানীর বিকেন্দ্রীকরণ, নিরবচ্ছিন্ন যোগাযোগ, পণ্য পরিবহন, সময়ের অপচয় রোধ এবং মোস্ট ইম্পোর্টেন্টলি সড়ক দুর্ঘটনা রোধে এটি এখন সময়ের দাবি। চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের ক্ষেত্রে এই কাজ সম্পন্ন হয়েছে। পারিপার্শ্বিক কিছু সংস্কার করা প্রয়োজন।’

‘বরিশাল ও খুলনা বিভাগের ক্ষেত্রে ভাঙ্গা এবং তার কিছুটা সামনে পর্যন্ত এক্সপ্রেসওয়ে আছে। বাকি অংশটুকুর কাজ সম্পন্ন করতে হবে।’

‘রংপুর বিভাগীয় শহর পর্যন্ত এই চার লেনের কাজ বিগত ১০ বছর ধরে চলে অবশেষে শেষের দিকে রয়েছে। আশা করি এ বছরের মধ্যে শেষ হবে। রাজশাহী বিভাগের রাস্তার আংশিক চার লেন থাকলেও বাকিটুকু সম্পন্ন করতে হবে।’

সবচেয়ে সিলেটের সংযোগ সড়কের অবস্থা খারাপ জানিয়ে তিনি বলেন, ‘ঢাকা থেকে এই সড়কের অধিকাংশই দুই লেনের এবং রাস্তার অবস্থাও জোড়াতালি দেওয়া।’

‘রাজধানীর সঙ্গে বিভাগীয় শহরের এই সংযোগ সড়কগুলো প্রায়োরিটির ভিত্তিতে যত দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে, তত দ্রুত দেশের সামগ্রিক অবস্থার প্রত্যাশিত অগ্রগতি সম্ভব হবে।’

দাবি রেখে সারজিস আলম বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামীতে নির্বাচিত সরকারে যারা আসবেন, তাদের কাছে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ দাবিটি জানিয়ে রাখলাম।’


সর্বশেষ সংবাদ