সোহেল তাজের ফেসবুক পোস্টে আশিক চৌধুরীকে নিয়ে প্রশংসা

১০ এপ্রিল ২০২৫, ০৫:২৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৮ AM
আশিক চৌধুরী ও সোহেল তাজ

আশিক চৌধুরী ও সোহেল তাজ © সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা সোহেল তাজ সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়রম্যান আশিক চৌধুরীর একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার করে সোহেল তাজ ক্যাপশনে লিখেছেন, ‘চমৎকার উপস্থাপনা’।

বৃহস্পতিবার আশিক চৌধুরীর প্রেজেন্টেশনের একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন সোহেল তাজ। এরপর ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আলোচনার সৃষ্টি হয়। অনেকেই সোহেল তাজের মন্তব্যের সমর্থন জানিয়ে বিডার নির্বাহী চেয়রম্যানের ভূমিকার প্রশংসা করেছেন।

আশিক চৌধুরী বর্তমানে বিডার নির্বাহী চেয়রম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং তার বিভিন্ন পদক্ষেপ বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে প্রশংসিত হয়েছে। সোহেল তাজের মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদের তার ভিডিও শেয়ার করা এবং তাকে ‘চমৎকার’ বলা, বিডার বর্তমান কার্যক্রম ও আশিক চৌধুরীর নেতৃত্বের প্রতি সমর্থন ও স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

সোহেল তাজ প্রেজেন্টেশন ও আশিক চৌধুরীর প্রশংসা করে লিখেছেন, ‘চমৎকার উপস্থাপনা— একটি সমৃদ্ধ বাংলাদেশের জন্য একটি দুর্দান্ত রোডম্যাপ!’

গত বুধবার বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আশিক চৌধুরী একটি প্রেজেন্টেশন দেন। তথ্যবহুল ও সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময় খাতগুলো তুলে ধরার সেই ভিডিওটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং নেটিজেনদের মন কেড়েছে।

আশিক চৌধুরী পেশায় ব্যাংকার। সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তবে, প্রধান উপদেষ্টার একটি ফোনকলে তিনি বিডার দায়িত্ব গ্রহণ করেন।

আশিক চৌধুরীর বাড়ি চাঁদপুরে, তবে বাবার চাকরির সুবাদে তার বেড়ে ওঠা যশোরে। সিলেট ক্যাডেট কলেজ থেকে স্কুল-কলেজ শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে ভর্তি হন। ২০০৭ সালে স্নাতক শেষের পর তিনি দেশের একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে যোগ দেন।

প্রসঙ্গত, গত বছরের ১২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আশিক চৌধুরীকে বিডার নির্বাহী চেয়রম্যান পদে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে, গত ৭ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়।

গণভোট বিষয়ে জনগণকে উৎসাহিত করা প্রত্যেকটি দলের দায়িত্ব: জুন…
  • ০৪ জানুয়ারি ২০২৬
সুন্দরবনে ভ্রমণে এসে অপহৃত তিন পর্যটককে ছাড়তে মুক্তিপণ দাবি
  • ০৪ জানুয়ারি ২০২৬
সালতামামি ২০২৫: চুয়েটে আন্দোলন ও শাসনের প্রশ্নে এক বছর
  • ০৪ জানুয়ারি ২০২৬
যশোরের ছয়টি আসনে বিএনপি-জামায়াতসহ ১৮ প্রার্থীর মনোনয়ন বাতিল…
  • ০৪ জানুয়ারি ২০২৬
প্রিমিয়ার লিগ জেতার দৌড়ে পয়েন্ট তালিকায় শীর্ষ দুইয়ে অ্…
  • ০৪ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটকের রোমহর্ষক অভিযানের ব…
  • ০৪ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!