দেবিদ্বারে নিজ গ্রামে ঈদ উদযাপন করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ
হাসনাত আবদুল্লাহ  © সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে নিজ গ্রামে ঈদুল ফিতর উদযাপন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার (৩১ মার্চ) সকাল ৯টায় দেবিদ্বার উপজেলার গোপালনগর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন তিনি।

নামাজ শেষে আত্মীয়-স্বজন, এলাকাবাসী, বন্ধু-বান্ধব ও ভক্তদের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

হাসনাত আবদুল্লাহকে এক নজর দেখতে তার গ্রামের বাড়িতে ভিড় করেন নানা শ্রেণি-পেশার মানুষ। সরেজমিনে গিয়ে দেখা যায়, তার সঙ্গে সেলফি তুলতে ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যায়। ঈদগাহ মাঠে কুশল বিনিময়ের সময় সেলফি তোলার হিড়িক পড়ে যায়।

নামাজের আগে হাসনাত আবদুল্লাহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে গোপালনগর কেন্দ্রীয় কবরস্থান জিয়ারত করেন এবং স্থানীয় মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!