এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার

ডা. তাসনিম জারা
ডা. তাসনিম জারা  © সংগৃহীত

এক পরিবারের স্বার্থে দেশের সংস্কার আটকে যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

আজ শুক্রবার (২৮ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

তাসনিম জারা তার পোস্টে বলেন, ‘এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার।’ 

যদিও তাসনিম জারা তার পোস্টে কোন পরিবারকে ইঙ্গিত করেছেন তা জানা যায়নি। তবে, তিনি (তাসনিম জারা) তার ওই স্ট্যাটাসের কমেন্টে একটি দৈনিক পত্রিকার লিঙ্ক শেয়ার করেছেন। যার শিরোনাম হচ্ছে ‘প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে নয় বিএনপি’।

তাসনিম জারার ওই পোস্টে গিয়াস উদ্দিন নামের একজন মন্তব্য করেন যে, ‘এক পরিবারের স্বার্থে দেশের সংস্কার আটকে থাকবে না, কারণ দেশের উন্নতি ও সংস্কৃতি সবার চেষ্টার ফল। আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে যদি দেশের সংস্কারকে এগিয়ে নিয়ে যাই, তবে আমাদের ভবিষ্যৎ হবে আরো আলোকিত এবং শক্তিশালী। দেশ আমাদের সকলের, আর এর সাফল্য নির্ভর করছে আমাদের ঐক্য এবং প্রচেষ্টার উপর।’


সর্বশেষ সংবাদ