মারইয়াম মোকাদ্দেস মিষ্টি © সংগৃহীত
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতার বাড়ি দখল করা নারী সমন্বয়ক মারইয়াম মোকাদ্দেস মিষ্টির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে আদালতে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে টাঙ্গাইলের সিনিয়র ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুব খান চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। টাঙ্গাইলের আদালত পরিদর্শক লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার (৮ মার্চ) রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান বাদী হয়ে একটি মামলা করেন। যেখানে মিষ্টিসহ ৭ থেকে ৯ জনকে আসামি করা হয়। রাতেই এ মামলায় মিষ্টিকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, মিষ্টি বাসাইল উপজেলার জশিহাটী গ্রামের শাহ আলমাসের স্ত্রী। তবে তিনি বর্তমানে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুরপাড়ায় বসবাস করছেন।
গত শনিবার ১৭ জন মানসিক ভারসাম্যহীনকে নিয়ে শহরের আকুরটাকুর ছোট কালীবাড়ি এলাকায় জোয়াহেরুল ইসলামের বাসা জবরদখল করেন মিষ্টি। বিষয়টি নিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হলে নড়েচড়ে বসে প্রশাসন। সেদিন রাত সাড়ে ১০টার দিকে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে বাড়িটি দখলমুক্ত করে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। পরে মুচলেকা দিয়ে রাতেই মিষ্টিকে ছেড়ে দেওয়া হয়।
টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ বলেন, ‘মামলার পর শহরে অভিযান চালিয়ে মিষ্টিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’