ঢাকাসহ যেসব বিভাগ ও জেলা সামলাবেন হাসনাত আবদুল্লাহ

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৪ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:২০ PM
হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠকের (দক্ষিণাঞ্চল) দায়িত্ব পেয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তার দায়িত্বে রয়েছে ৪টি বিভাগ। এর মধ্যে ঢাকা বিভাগের একটি অংশেও দায়িত্ব পালন করবেন তিনি।

দায়িত্ব পাওয়ার পর আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ এ কথা জানান।

পোস্টে তিনি লেখেন, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ (আংশিক: ঢাকা মহানগর দক্ষিণ,নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ)। স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের এই জেলাগুলোর ফ্যাসিবাদবিরোধী এবং বাংলাদেশপন্থী ছাত্রজনতার সঙ্গে অচিরেই দেখা হবে, ইনশাআল্লাহ।

আমরা বাংলাদেশের আপামর ছাত্রজনতার দ্বারে দ্বারে পৌঁছাতে চাই, তাদের মহাকাব্যিক সংগ্রামের বীরত্বগাঁথা এবং তাদের স্বপ্ন ও প্রত্যাশার গল্পগুলো শুনতে চাই। কামার, কুমোর, কৃষক, শ্রমিক, দিনমজুর থেকে শুরু করে বাংলাদেশের সকল স্তরের জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের নতুন বাংলাদেশ গড়বো।

জুলাই গণ-অভ্যুত্থানে দেশমাতৃকার তরে অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া শহীদদের রক্তের ঋণ পূরণ করতে আমরা আমাদের সর্বোচ্চটুকু বিলিয়ে দিতে প্রস্তুত আছি। জুলাই আমাদেরকে নতুন বাংলাদেশ সৃষ্টির দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। আমরা সবাই মিলে আমাদের সেই চির আকাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণ করব, ইনশাআল্লাহ।

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন উপলক্ষ্যে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ২৬ জানুয়ারি ২০২৬
দুই যুগ পর ময়মনসিংহ আসছেন তারেক রহমান, ব্যাপক জনসমাগমের প্র…
  • ২৬ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজদের বুকে টেনে অন্য ভালো কাজে যুক্ত করব: জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
 পাকিস্তানের বয়কট সিদ্ধান্তে সমর্থন ক্রিকেটারদের
  • ২৬ জানুয়ারি ২০২৬
ফিল্ড অফিসার নিয়োগ দেবে ওয়ালটন, পদ ৫০, আবেদন এসএসসি পাসেই
  • ২৬ জানুয়ারি ২০২৬