জয়-পরাজয় নয়, তরুণদের চাওয়া অবাধ নির্বাচন

এবারের নির্বাচনে জয়-পরাজয়ে বড় নিয়ামক তরুণ ভোটার
এবারের নির্বাচনে জয়-পরাজয়ে বড় নিয়ামক তরুণ ভোটার

স্বাধীনতার পর থেকে দশটি জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে বাংলাদেশে। একাদশ নির্বাচনের আর মাত্র ১ দিন বাকি। আর এই নির্বাচনে দেশের মোট ভোটারের বড় একটি অংশই তরুণ; যারা নির্বাচনের ফল নির্ধারণে অনেকটাই নিয়ামকের ভূমিকা পালন করবে। বাংলাদেশ বিভিন্ন জায়গার মত বিশ্ববিদ্যালয়গুলোতেও নির্বচনের আমেজ লক্ষ্যনীয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কয়েকজন তরুণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে আসন্ন নির্বাচন এবং রাজনৈতিক দলগুলো নিয়ে তাদের মতামত। তুলে ধরেছেন- রাকিবুল হাসান রাকিব

আশির দশকের পর এই প্রথম একটি ক্ষমতাসীন সরকারের অধীনে একটা পূর্ণাঙ্গ নির্বাচন হতে যাচ্ছে, যাতে অংশ নিচ্ছে প্রধান বিরোধী জোটসহ প্রায় সব রাজনৈতিক দল। নির্বাচনকে ঘিরে নানা শঙ্কা থাকলেও ভোটাররা নিজের ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে সচেতন। আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে শিক্ষিত তরুণরা। তারা বলছেন, জয়-পরাজয় যে সরকারই ক্ষমতায় আসুক; তা নিয়ে তাদের আপত্তি নেই। তাদের চাওয়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। চলুন তাদের মতামত জানা যাক।

সন্ধ্যা পাল
শিক্ষার্থী, মাৎস্যবিজ্ঞান অনুষদ, দ্বিতীয় বর্ষ

  • কেমন নির্বাচন চান?
    একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন চাই। কারণ, কেবল নির্বাচন নিরপেক্ষ হলেই নির্বাচিত সরকার নিয়ে কোন ধরণের সন্দেহ-সংশয় থাকবে না।
  • নির্বাচনের দিন কী করবেন?
    নির্বাচনের দিন অবশ্যই ভোট দিতে যাব। ভোট দেয়ার মাধ্যমে নিজের মতামত প্রকাশ করা নাগরিক হিসেবে আমাদের কর্তব্য। যেহেতু প্রথমবারের মতো কোনো জাতীয় নির্বাচনে ভোট দেবার সুযোগ পাচ্ছি; সেজন্য নির্বাচন নিয়ে আগ্রহ বিন্দুমাত্র কম নয়।
  • রাজনৈতিক দলগুলোর মধ্যে কেমন সম্পর্ক থাকা উচিত বলে মনে করেন?
    রাজনৈতিক দলগুলোর মধ্যে অবশ্যই সুসম্পর্ক থাকা উচিত। একটি দেশের উন্নয়নের ধারা বজায় রাখার জন্য দলগুলোর মধ্যে সম্প্রীতি থাকা জরুরি। সম্পর্ক ভালো না হলে সৃষ্টি হয় রাজনৈতিক অস্থিতিশীলতা । যার ফল সাধারণ নাগরিক ভোগ করে।
  • আসন্ন নির্বাচনে কেমন সাংসদ চান?
    যেহেতু কৃষি দেশের মূল অর্থনৈতিক স্তম্ভ। তাই একজন হবু কৃষিবিদ হিসেবে অবশ্যই কৃষিবান্ধব সাংসদ চাই যিনি কৃষির সর্বাধিক উন্নয়নে কৃষকের জন্য কাজ করে যাবেন।
প্রবীণরা অভিজ্ঞতাসম্পন্ন, কিন্তু অ্যাডভান্স তরুণরা। তাই তাদের ভোটা টানা কঠিন

 

নুরজাহান স্মৃতি
শিক্ষার্থী, কৃষি অনুষদ, দ্বিতীয় বর্ষ

  • কেমন নির্বাচন চান?
    একটা সুষ্ঠু নির্বাচন চাই; যেখানে সব ভোটার শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে।
  • নির্বাচনের দিন কি করবেন?
    আমি এখনও আইডি কার্ড পাই নাই; সেহেতু ভোট দিতে পারব না। তবে আমি অবশ্যই ভোটকেন্দ্রগুলোতে যাব এবং সারাদেশব্যাপী খবরের জন্য মিডিয়ায় চোখ রাখব।
  • রাজনৈতিক দলগুলোর মধ্যে কেমন সম্পর্ক থাকা উচিত বলে মনে করেন?
    রাজনৈতিক দলগুলোর মধ্যে অবশ্যই সুসম্পর্ক থাকা দরকার। সুসম্পর্ক বজায় থাকলে তবেই আমরা একটা উন্নত দেশ গড়ার পথে সবাই মিলে কাজ করতে পারব।
  • আসন্ন নির্বাচনের মাধ্যমে কেমন সাংসদ চান?
    দেশপ্রেমিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংসদ চাই; যিনি জনগনের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে পারবেন।


নিত্যানন্দ দাস
শিক্ষার্থী, মাৎস্যবিজ্ঞান অনুষদ, তৃতীয় বর্ষ

  • কেমন নির্বাচন চান?
    সব দল সমান সুযোগসুবিধা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সব ভোটার যেন নির্ভয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট দিতে পারে। এমন নির্বাচনই চাই।
  • নির্বাচনের দিন কি করবেন?
    যেহেতু এখনও ভোটার হতে পারি নি তাই নিকটস্থ ভোটকেন্দ্রে অবস্থান করব এবং সারাদেশব্যপী কী হয় তা জানার জন্য মিডিয়ায় চোখ রাখব।
  • রাজনৈতিক দলগুলোর মধ্যে কেমন সম্পর্ক থাকা উচিত বলে মনে করেন?
    গনতান্ত্রিক দেশে সব দলের মধ্যে সুসম্পর্ক বজায় থাকা খুবই গুরত্বপূর্ণ। বিশেষ করে যারা ক্ষমতায় যাবে; তারা যদি নিজেদের সমর্থকদের নিয়েই ভাবে এবং অন্যদলের কর্মী সমর্থকদের মতামতকে গুরুত্ব না দেয়। তাহলে সরকার সব মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে না।
  • আসন্ন নির্বাচনে কেমন সাংসদ চান?
    এমন সংসদ চাই যেখানে কৃষক, শ্রমিক, মজুর ও ব্যবসায়ী সবার স্বার্থ রক্ষা হবে। সবদল থেকে নির্বাচিত সাংসদ এক হয়ে সংসদের অধিবেশনে অংশ নিয়ে দেশের কাজ করবে এমনই একটা সংসদ চাই।
উভয় দল বলছে, তরুণদের বিশেষ গুরুত্ব দিচ্ছি। কারণ, তাদের হাতে আগামীর বাংলাদেশ

 

প্রণব ঘোষ
শিক্ষার্থী, কৃষি অনুষদ, প্রথম বর্ষ

  • কেমন নির্বাচন চান?
    অবাধ-সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন যেখানে সব দলের প্রার্থীরাই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নির্বাচনে সমান ধরনের সুযোগ সুবিধা পাবে।
  • নির্বাচনের দিন কি করবেন?
    নির্বাচনের দিন আমি অবশ্যই পাশ্ববর্তী ভোট দিতে যাব। কারণ, ভোটাধিকার একজন স্বাধীন দেশের নাগরিকের গণতান্ত্রিক অধিকার। যেহেতু প্রথম ভোটার তাই অনুভূতিটা একটু অন্যরকম। আমারও যে একটা মতামতের গুরুত্ব আছে; এই অনুভূতিটা অতি আনন্দের।
  • রাজনৈতিক দলগুলোর মধ্যে কেমন সম্পর্ক থাকা উচিত বলে মনে করেন?
    রাজনৈতিক দলগুলোর মধ্যে অবশ্যই সুসম্পর্ক থাকা দরকার। কারণ, এতে দেশ হিংসাত্মক রাজনীতির ভয়াল পরিস্থিতি থেকে রক্ষা পাবে, সংঘাত কমে যাবে, সাধারণ মানুষ সুন্দরভাবে বাঁচতে পারবে।
  • আসন্ন নির্বাচনে কেমন সাংসদ চান?
    অবশ্যই একজন যোগ্য সাংসদ চাই। শিক্ষিত সাংসদের বিকল্প নাই। সাংসদরা যেন গরিব-শ্রমিক-মেহনতি মানুষের কথা ভাবে। তবে ব্যবসায়ীমুক্ত সাংসদ চাই। সাংসদ যদি ব্যবসায়ী হয়, তাহলে তাদের চিন্তা-ভাবনা থাকবে কিভাবে নিজেদের সম্পদ বাড়ানো যায়।

সাব্বির হোসেন
শিক্ষার্থী, মাৎস্যবিজ্ঞান অনুষদ, চতুর্থ বর্ষ

  • কেমন নির্বাচন চান?
    অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন চাই। যেখানে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে।
  • নির্বাচনের দিন কি করবেন?
    সবার আগে দেশ, ভোট দেওয়া আমার অধিকার, সো অবশ্যই আমি আমার অধিকার আদায়ের জন্যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিব।
  • রাজনৈতিক দলগুলোর মধ্যে কেমন সম্পর্ক থাকা উচিত বলে মনে করেন?
    দল-মত নির্বেশেষে যেহেতু আমরা স্বপ্নের সোনার বাংলাদেশ চাই; সেহেতু আমাদের কোন্দল-হানাহানি এসব বাদ দিয়ে সব রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে সৌহার্দ্যেপূর্ণ মনোভাব রাখা উচিত।
  • আসন্ন নির্বাচনে কেমন সাংসদ চান?
    দুর্নীতিমুক্ত, দেশের উন্নয়নের ধারাকে অব্যহত রাখার জন্য কাজ করবে যাবে এমন সাংসদ চাই।

কাওছার প্রান্ত
শিক্ষার্থী, ভেটেরিনারি অনুষদ, দ্বিতীয় বর্ষ

  • কেমন নির্বাচন চান?
    অবশ্যই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। যা হবে দল, মত ও ধর্ম নির্বিশেষে গ্রহণযোগ্য ।
  • রাজনৈতিক দলগুলোর মধ্যে কেমন সম্পর্ক থাকা উচিত বলে মনে করেন?
    রাজনীতিতে প্রতিযোগিতা থাকবেই। কিন্তু দেখা যায়, দলগুলোর মধ্যে অস্বাস্থ্যকর প্রতিযোগিতার সূচনা হয়ে উঠছে দিন দিন। রাজনীতিবীদদের কথা শুনে মনে হয়, এক দল অন্য দলের খারাপ দিকগুলো তুলে ধরার জন্যই সবসময় আগ্রহ নিয়ে থাকে। তবে তরুণ রাজনীতিবীদদের মধ্যে এটি তুলনামূলক কম। পারষ্পরিক সহযোগিতা ছাড়া ক্ষমতাসীন দল এককভাবে কখনোই দেশের উন্নয়ন করতে পারবে না। পরস্পারিক সম্মানবোধ রেখে রাজনৈতিক প্রতিযোগিতাই রাজনৈতিক দলগুলোর কাছে প্রত্যাশা করি।
  • আসন্ন নির্বাচনে কেমন সাংসদ চান?
    স্পষ্টবাদী, তরুণ, ত্যাগী, দেশপ্রেমিক ও সুশিক্ষিত ব্যক্তিকে সাংসদ হিসেবে চাই।
ইশতেহারে তরুণদের মূল চাওয়া চাকরি

 

হাবিবুর রনি
শিক্ষার্থী, কৃষি অনুষদ, দ্বিতীয় বর্ষ

  • কেমন নির্বাচন চান?
    সকল রাজনৈতিক দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি স্বচ্ছ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। যে নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব থাকবে না।
  • নির্বাচনের দিন কি করবেন?
    আমি প্রথমবারের মত এবার ভোটার হয়েছি তাই দেশের একজন নাগরিক হিসেবে অবশ্যই নির্বাচনে আমার ভোট প্রয়োগ করব এবং তা সৎ ও যোগ্য প্রার্থীকেই দিব। পাশাপাশি দেশের তরুণসমাজ অর্থ্যাৎ যারা নতুন ভোটার হয়েছেন তাদেরও সবাইকে ভোট প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি।
  • রাজনৈতিক দলগুলোর মধ্যে কেমন সম্পর্ক থাকা উচিত বলে মনে করেন?
    আমরা দেখেছি বিগত নির্বাচনসহ পূর্বের বেশ কয়েকটি নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করেছে। নির্বাচনব্যবস্থার অসঙ্গতি, অস্বচ্ছতা, পক্ষপাতিত্বমূলক আচরণকে দোষারোপ করেছে বিগত নির্বাচন। এগুলো হয়েছে দলগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতার কারণে। তাই সব রাজনৈতিক দলগুলোর মধ্যে সুসম্পর্ক আমার মত সকল তরুণের চাওয়া বলে মনে করি।
  • আসন্ন নির্বাচনে কেমন সাংসদ চান?
    একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এমন সাংসদকে চাই যে তার দায়িত্ব যে কোন পরিস্থিতিতে পালন করবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। নির্বাচিত সাংসদের মাধ্যমে দেশ উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রে পরিণত হোক- এটাই আশা করছি।

সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence