ড. কামালের বিরুদ্ধে ইবি থানায় অভিযোগ
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৮, ১১:৫৩ PM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ১২:২৫ AM
সাংবাদিককে হুমকি দেয়ায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মিঠুন মোস্তাফিজ। অভিযোগকারী শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক ও দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক।
শুক্রবার রাতে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।
এ বিষয়ে তিনি বলেন, ‘ড. কামালের বিরুদ্ধে মিঠুন মোস্তাফিজ মামলা করতে আসলে আমরা তার অভিযোগটি নিয়ে জিডি আকারে ডিএমপি অর্ন্তভূক্ত দারুস সালাম থানায় হস্তান্তর করেছি। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।’
মিঠুন মোস্তাফিজ ওই অভিযোগপত্রে উল্লেখ করেন- ‘শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদির সামনে ড. কামাল হোসেনকে ঐক্যফ্রন্টের সাথে যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক আছে কিনা? আগামী নির্বাচনে জামায়াত প্রশ্নে ঐক্যফ্রন্টের অবস্থান জানতে চাইলে তিনি ডিজিটাল ডিভাইসে টেলিভিশনে সরাসরি সম্প্রচারকালীন আমার সহকর্মী সাংবাদিকদের ভৎসনা করেন।’
‘এছাড়া অসম্মানের সাথে উল্টো প্রশ্ন করেন, ‘কত টাকা পেয়েছ?, কাদের টাকায় এসব বেহুদা প্রশ্ন করছো?, তোমার নাম কি?, দেখে নেবো,- এই মর্মে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। তার এই বক্তব্য দেশের সাংবাদিক সমাজের ভাবমূর্তি ক্ষুণœ হওয়ার পাশাপাশি অবর্ণনীয় অসম্মান হয়েছে। যা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এবং বাংলাদেশ পেনাল কোড আইনে ফৌজদারী অপরাধ।’
প্রসঙ্গত, শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে স্বাধীনতাবিরোধী দল জামায়াতে ইসলামীকে নিয়ে সাংবাদিকদের প্রশ্ন শুনে ক্ষেপে যান জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন। প্রশ্নকারী সাংবাদিকদের ‘চিনে রাখার’ কথাও বলেছেন প্রবীণ এই রাজনীতিবিদ।
গণফোরাম সভাপতি ড. কামালের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধা জানান।
জোটের নেতাদের মধ্যে জেএসডির আসম আবদুর রব, গণফোরামের জগলুল হায়দার আফ্রিক ও রেজা কিবরিয়া, বিএনপির আবদুস সালাম এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী এ সময় তার সঙ্গে ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. কামাল বলেন, ‘স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়নের বিরুদ্ধে যারা কাজ করছে, লোভ লালসা নিয়ে লুটপাট করছে, তাদের হাত থেকে এই দেশকে মুক্ত আমরা করবই। যত শক্তিধর হোক তারা, দেশের মালিক জনগণের কাছে তাদের নত হতে হবে, তাদের পরাজয় হবেই।’