কুবির গেইট থেকে খালেদা জিয়ার নামফলক মুছে দিয়েছে ছাত্রলীগ

২২ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৪ AM

© টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বেলতলী বিশ্বরোড সংলগ্ন গেইটের ভিত্তিপ্রস্তরে থাকা বেগম খালেদা জিয়া এবং বিএনপি সরকারের মন্ত্রীদের নামসহ নামফলকের একাংশ মুছে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। 

খোঁজ নিয়ে জানা যায়, বৃহষ্পতিবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে জেব্রা ক্রসিং নির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ের গেইটে লাগানো পোস্টার তুলে পরিষ্কার করে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।  এসময় গেইটে দেয়া ভিত্তিপ্রস্তরের নামফলকের একাংশ রং লাগিয়ে মুছে ফেলা হয়। 

এদিকে বেগম খালেদা জিয়ার নাম মুছে ফেলায় ক্ষোভ প্রকাশ এবং প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।  কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. নূরুল আলম চৌধুরী নোমান এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।  কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় ছাত্রলীগ প্রশাসনের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের নামফলক মুছে ফেলে চরম হীনমন্যতার পরিচয় দিয়েছে।  অতি দ্রুত খালেদা জিয়ার নাম প্রতিস্থাপন না করলে ছাত্র ধর্মঘট সহ কঠোর কর্মসূচি দিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বাধ্য থাকবে বলে বিবৃতিতে জানানো হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শুভ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হাজার হাজার শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিচয় দেই।  কিন্তু ছাত্রলীগ আমাদের পরিচয়ের জায়গায়ও হাত দিলো! যিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন বিশ্ববিদ্যালয়ের নামফলক থেকে তার নাম মুছে ফেলা হয়েছে।  এমন ঘৃণীত কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। ’

জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গেইটটি অনেক দিন ধরে অরক্ষিত অবস্থায় ছিলো।  সেখানে ছাত্রদলের পোস্টার লাগানো ছিলো।  যখন আমরা সেগুলো পরিষ্কার করি পোস্টারের কাগজগুলো নামফলকের গর্তে ঢুকে যাওয়ায় অসুন্দর দেখাচ্ছিলো।  তাই একপাশে রং করে দিয়েছি।  অপর পাশের নামফলকে আমরা কিছুই দেই নি। ’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মো. কামাল উদ্দীন বলেন, ‘আমরা এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।  যদি এমন ঘটনা ঘটে থাকে তবে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। ’

নতুন পে স্কেলে বেতন বাড়ছে আড়াই গুণ!
  • ২১ জানুয়ারি ২০২৬
রুয়েট ভর্তি পরীক্ষা কাল, আসনপ্রতি লড়বেন কত জন
  • ২১ জানুয়ারি ২০২৬
রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানা গেল
  • ২১ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ
  • ২১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা প্রহরীদের সঙ্গে ছাত্রদলে…
  • ২১ জানুয়ারি ২০২৬
‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে প্রচারণায় নেতাকর্মীদেরকে ছাত্রদল…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9