শেখ হাসিনার বক্তব্যের ভিডিওর সত্যতা জানা গেল

১০ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৯ PM
শেখ হাসিনা

শেখ হাসিনা © সংগৃহীত

গত ৭ ডিসেম্বর ‘যুক্তরাজ্যে জাতির সঙ্গে সরাসরি ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে শেখ হাসিনার ভাষণের একটি ভিডিও প্রচার করা হয়েছে।

তবে এই ভিডিও শেখ হাসিনার সাম্প্রতিক কোনো ভাষণের নয় বলে মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানার।

সংস্থাটি বলছে, এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি প্রায় ২৬ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটিতে ২ হাজারের বেশি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটিতে শতাধিক মন্তব্য করা হয়েছে। ভিডিওটির মন্তব্যঘর ঘুরে অধিকাংশ নেটিজেনকে ওই দাবির পক্ষে মতামত দিতে দেখা গেছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি শেখ হাসিনার সাম্প্রতিক কোনো ভাষণের নয় এবং এটি যুক্তরাজ্যেও নয় বরং ২০২৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে শেখ হাসিনার দেওয়া ভাষণের ভিডিওকে ওই দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে প্রদর্শিত বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির লোগোর সূত্রে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর ‘জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।

আরও পড়ুন: সফর শেষে ফিরে গেলেন বিক্রম মিশ্রি, ঢাকা-দিল্লির সম্পর্ক কী উন্নতি হবে?

সেখানে উল্লেখিত তথ্য থেকে জানা যায়, ২০২৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের ভিডিও এটি। অর্থাৎ ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

পাশাপাশি গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্যের মাটিতে সরাসরি ভিডিও যোগে ভাষণ দেওয়ার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

রিউমর টিম আরও জানায়, গত ৮ ডিসেম্বর রাতে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দিয়েছেন। তবে ওই অনুষ্ঠানে শেখ হাসিনাকে ভিডিও যোগে ভাষণ দিতে দেখা যায়নি।

যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়াজিত ভার্চুয়াল সভায় দেওয়া শেখ হাসিনার এই ভাষণের অডিও বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে গত ৮ অক্টোবর রাতে প্রচার করা হয়েছ।

সুতরাং ২০২৩ সালে শেখ হাসিনার জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেওয়ার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে দেওয়া ভাষণের ভিডিও দাবিতে টিকটকে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

ট্যাগ: গুজব
এক আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত
  • ১২ জানুয়ারি ২০২৬
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
  • ১২ জানুয়ারি ২০২৬
রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া মাদ্রাসায় নির্বাচনী প্রচারণা…
  • ১২ জানুয়ারি ২০২৬
বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি, আবেদন শেষ ২২ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
ইউজিসির স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ জানুয়ারি 
  • ১২ জানুয়ারি ২০২৬
নির্বাচনে থাকবে ২০০ প্রতিনিধি, জামায়াতের সঙ্গে বৈঠকে ইইউ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9