অধ্যাপক ড. আতফুল হাই শিবলীর মৃত্যুতে শাবি উপাচার্যের শোক
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০, ১২:৩১ PM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০, ১২:৩১ PM
সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতফুল হাই শিবলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ঢাকার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
এক শোকবার্তায় শাবি ভিসি জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় অধ্যাপক ড. আতফুল হাই শিবলী ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অধ্যাপক শিবলী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ছিলেন।
তিনি একজন প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন অসাধারণ গুনী ব্যক্তি ছিলেন। তিনি তার কর্মের মাধ্যমে আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।