ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই

০৯ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
ব্যারিস্টার মইনুল হোসেন

ব্যারিস্টার মইনুল হোসেন © ফাইল ফটো

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। আজ শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সাড়ে ৬টায় তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্যারিস্টার মইনুল ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে পরিবার।

তার জুনিয়র ব্যারিস্টার হাসান এম এস আজিম গণমাধ্যমকে জানান, গত কয়েকদিন ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সন্ধ্যা ৬টার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, ব্যারিস্টার মইনুল হোসেন ২০০৭ সালে গঠিত ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তথ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয় এর দায়িত্ব পালন করেন।

বিখ্যাত সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়া তার পিতা। ব্যারিস্টার মইনুল ১৯৬১ সালে রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। ১৯৬৫ সালে ব্যারিস্টার-ইন-ল ডিগ্রি অর্জন করেন।

ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের জয়ের পেছনে ‘গুপ্ত রাজনীতি’সহ ত…
  • ০৮ জানুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের
  • ০৮ জানুয়ারি ২০২৬
শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বরখাস্ত রাবিপ্…
  • ০৮ জানুয়ারি ২০২৬
ইস্টার্ন ব্যাংক নিয়োগ দেবে ট্রেইনি অফিসার, আবেদন অভিজ্ঞতা ছ…
  • ০৮ জানুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৮ জানুয়ারি ২০২৬
শীতে কষ্ট পাওয়া ঢাবির আবাসিক হলের বিড়ালদের শেল্টার বক্সের ব…
  • ০৮ জানুয়ারি ২০২৬