হাতকড়া পরা শিশুর ছবি ভাইরাল, জানা গেল আসল ঘটনা

  © সংগৃহীত

সম্প্রতি পাঁচ বা ছয় বছর বয়সী একটি শিশুর হাতকড়া পরা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি নিয়ে ভ্রান্ত প্রচারণা চালাতে দেখা যাচ্ছে। যারা এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন, তাদের অনেকেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা।

শনিবার (১২ এপ্রিল) ওই ছবিটি শেয়ার করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও শহীদ আবু সাঈদ হত্যা মামলার পলাতক আসামি পোমেল বড়ুয়া। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘এ যেন দেশ মাতৃকার হাতে হাতকড়া।’

একই ছবি শেয়ার করতে দেখা গেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অফিশিয়াল ফেসবুক পেজে। যেখানে ছবির বর্ণনায় বলা হয়েছে, ‘শিশুদের হাতে হাতকড়া কেন? এত ভয় কিসের মহাজন?’

অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ দাবি করছেন, একটি শিশুকে আটকের পর তার হাতে হাতকড়া পরানো হয়েছে।

তবে সত্য তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে, বাস্তবে বাংলাদেশে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। শিশুটির হাতে খেলনা হাতকড়া পরিয়ে সেটিকে বাস্তব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে একটি গোষ্ঠী।

সংস্থাটি প্রতিবেদনে জানায়, ভাইরাল ছবি কক্সবাজারের চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজের ভাগিনার। ছবিটি সর্বপ্রথম তিনি ‘আসামির আদলে অভিনয় করেছে ভাগিনা’ ক্যাপশনে ফেসবুকে পোস্ট করেছিলেন। যা পরে বাস্তব দাবিতে প্রচার করা হয়।

অর্থাৎ একটি শিশুর খেলার ছবি ফেসবুকে ‘সত্য’ দাবিতে প্রচার করছেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence