ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রা শুরু আজ

ট্রেন
ট্রেন  © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ব্যবস্থায় ট্রেনে যাত্রা শুরু হয়েছে। শনিবার (৩১ মে) ভোর ৬টায়  ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এ যাত্রা শুরু হয়। 

ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনায় জানানো হয়েছে, ঘরমুখো মানুষের ভ্রমণ সহজ করতে ৫ জোড়া, অর্থাৎ ১০টি অতিরিক্ত বিশেষ ট্রেন চালানো হবে। এই সময় নিয়মিত আন্তঃনগর ট্রেনগুলো তাদের স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে, তবে সাপ্তাহিক ছুটি (ডে-অফ) এই সময়ে কার্যকর থাকবে না। কোরবানির পশুর সরবরাহ ঠিক রাখতে ঢাকায় দুই দিনে তিনটি ক্যাটল স্পেশাল ট্রেন পরিচালনার ব্যবস্থাও করা হয়েছে।

ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সব বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‍্যাবের সহযোগিতায় টিকিটবিহীন যাত্রী স্টেশনে প্রবেশের প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা নেওয়া হয়েছে।

যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঈদের আগে-পরে ১০ দিন করে মোট ২০ দিন ট্রেনে সেলুনকার সংযোজন না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!