আমলারা জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: জুলাই ঐক্য

২৭ মে ২০২৫, ০৬:৪৭ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৮:৩৮ PM
জুলাই ঐক্য

জুলাই ঐক্য © সংগৃহীত

‘সরকারি চাকরি অধ্যাদেশ’ ঘিরে সচিবালয়ের ভেতরে ও বাইরে অবস্থান নেওয়া আমলারা ‘জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’ বলে অভিযোগ করেছে জুলাই ঐক্য। একইসঙ্গে সংগঠনটি সতর্ক করে বলেছে, যদি ‘সিভিল ক্যু’-এর মতো কোনো ঘটনা ঘটে, তার দায় সংশ্লিষ্ট উপদেষ্টাদেরই নিতে হবে।

মঙ্গলবার (২৭ মে) সংগঠনের সংগঠক মোসাদ্দেক ইবনে আলীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্রজনতা শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করলেও, তার দোসররা এখনও দেশকে জিম্মি করে রাখার চেষ্টা করছে। সম্প্রতি সচিবালয়ে সব কার্যক্রম বন্ধ রেখে আন্দোলনে নেমেছে শেখ হাসিনার ঘনিষ্ঠ আমলারা। টানা চার দিন সচিবালয় অচল করে দিয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত তারা। একদিনের জন্য কর্মসূচি স্থগিত করলেও, জুলাই ঐক্য মনে করে—এই আন্দোলনের পেছনে আছে জুলাইয়ের বিরোধিতা।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ছাত্রজনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্ন নিয়ে প্রধান উপদেষ্টা কাজ করে যাচ্ছেন, বিঘ্নিত করতেই কাজ করে যাচ্ছে আমলারা। এর পেছনে কয়েকজন উপদেষ্টাও জড়িত।’

এদিকে, গত ২০ মে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ৪৪ জন আমলা ও ৯৫ জন ম্যাজিস্ট্রেটের একটি তালিকা প্রকাশ করে জুলাই ঐক্য। তাদের দাবি, এই কর্মকর্তারা গত ১৬ বছর ধরে ভারতের প্রক্সি শেখ হাসিনার পক্ষে কাজ করেছেন। জুলাই-আগস্টে ছাত্রজনতার ওপরে গুলি চালানোয়, এদের আগামী ৩১ মে’র মধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আল্টিমেটামও দেওয়া হয়।

জুলাই ঐক্য বলছে, ‘আমরা দেখছি, সেই আল্টিমেটামের সময় ঘনিয়ে আসতেই সরকারি চাকরি অধ্যাদেশকে সামনে এনে সচিবালয়ের মাধ্যমে একটি “সিভিল ক্যু” ঘটানোর অপচেষ্টা চলছে। আমরা প্রধান উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ সচিবের দৃষ্টি আকর্ষণ করছি—বৈষম্য দূর করতেই জুলাইয়ের আন্দোলন হয়েছিল, অথচ এখন আমলারা সে চেতনা ধ্বংস করতে মাঠে নেমেছে। যারা সচিবালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।’

সংগঠনটি আরও উল্লেখ করে, ‘অন্তর্বর্তী সরকারের প্রণীত “সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” নতুন বাংলাদেশের জন্য একটি সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত। সরকার যদি এই সিদ্ধান্ত থেকে সরে আসে, তাহলে ছাত্র জনতা আবারও দেশ অচল করে দিতে একবারও চিন্তা করবে না।’

শেষে জুলাই ঐক্য হুঁশিয়ারি উচ্চারণ করে জানায়, ‘গণঅভ্যুত্থানের পর বিপ্লবী সরকার গঠনের কথা থাকলেও, একজন উপদেষ্টাসহ কিছু ব্যক্তি তা হতে দেয়নি। অন্তর্বর্তী সরকার যদি “সিভিল ক্যু”-এর মাধ্যমে জুলাইয়ের চেতনাকে ধ্বংসের চেষ্টা করে, তাহলে তার দায় ওই উপদেষ্টাদেরই নিতে হবে।’

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
ঢাবিতে আওয়ামীপন্থি সাবেক প্রক্টর বিভাগের চেয়ারম্যান হওয়ায় শ…
  • ১১ জানুয়ারি ২০২৬
সেঞ্চুরি মিস হৃদয়ের, চ্যালেঞ্জিং পুঁজি রংপুরের
  • ১১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় অর্ধশতাধিক মাদ্রাসা শিক্ষার্থীসহ পাঁচ গুণী শিক্ষকক…
  • ১১ জানুয়ারি ২০২৬
ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি আবেদন শুরু ১৪ জানুয়ারি
  • ১১ জানুয়ারি ২০২৬
ফেনীর তিনটি আসনে নির্বাচনী মানচিত্র বদলাবে প্রায় ৬ লাখ তরুণ…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9