বাকেরগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটির নেতৃত্বে রাশেদ ও রুহুল আমীন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ মে ২০২৫, ০১:৪৫ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ০৫:০০ PM
ঢাকাস্থ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাশেদ খানকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মানারাত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুহুল আমীন।
রবিবার (২৫ মে ) সংগঠনটির প্রধান উপদেষ্টা মিজানুর রহমান খানসহ ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ এ কমিটি ঘোষণা দেন। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন আশরাফুল ইসলাম জায়েদ। এতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহফুজুর রহমান শিশির, জোবায়ের হাওলাদার, সিলমুন আহমেদ, মোহাম্মদ আদনান।
নতুন কমিটির আহ্বায়ক রাশেদ খান বলেন, শিক্ষার্থীদের মাঝে ঐক্য ও সংহতির বীজ বপন করবে এই সংগঠন।
সদস্য সচিব রুহুল আমীন বলেন, আমাদের সংগঠনটি কেবল একটি প্ল্যাটফর্ম নয়, এটি শিক্ষার্থীদের হৃদয়ের গভীরে একতার নিবিড় সুর জাগিয়ে তোলার এক মহৎ অঙ্গীকার। এখানে প্রতিটি শিক্ষার্থী খুঁজে পাবে একতার শক্তি, যেখানে ভ্রাতৃত্বের হাত ধরে পথ চলবে সকলে। সহযোগিতার সেতুবন্ধনে দূর হবে সকল বাধা, এবং ভালোবাসার উষ্ণতায় প্রতিটি হৃদয় হবে একে অপরের আশ্রয়।
এ বিষয়ে পরিষদের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান খান বলেন, ‘বাকেরগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ’ ঢাকায় আগত সকল শিক্ষার্থীর শিক্ষাজীবন ও আনুষঙ্গিক সকল বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ। এ পরিষদ শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার এক অবিচ্ছেদ্য বন্ধন গড়ে তুলে একটি সুসংহত ও আদর্শ শিক্ষার্থী সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।