রাজধানীতে লাগাতার আন্দোলন: সড়কে তীব্র যানজট, চাপ বেড়েছে মেট্রোতে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ মে ২০২৫, ০৩:৫৮ PM , আপডেট: ২২ মে ২০২৫, ০৫:৩৮ PM
রাজধানী ঢাকায় লাগাতার রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের আন্দোলনের কারণে শহরের প্রধান প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অন্যদিকে, বিকল্প হিসেবে অনেকেই রাজধানীর মেট্রোরেল ব্যবহারে ঝুঁকে পড়ায় মেট্রোস্টেশনগুলোতেও যাত্রীদের চাপ ব্যাপকভাবে বেড়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে রাজধানীর পল্টন, প্রেস ক্লাবসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি ও মিছিলের কারণে যান চলাচলে ব্যাঘাত ঘটে। ফলে কর্মস্থলে যাওয়া থেকে শুরু করে জরুরি কাজে বের হওয়া মানুষদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়েছে।
ধানমন্ডি থেকে মতিঝিলগামী বাস চালক সোহেল বলেন, দুপুর ১টায় রওনা দিয়ে এখনো (৩টা) মতিঝিলে পৌঁছাতে পারিনি। কয়েকটি আন্দোলনের কারণে রাস্তা বন্ধ, ধীরগতিতে চলছে যানবাহন।
এ পরিস্থিতিতে মেট্রোরেলে যাত্রীদের চাপ কয়েকগুণ বেড়েছে। উত্তরা থেকে সচিবালয় পর্যন্ত প্রতিটি স্টেশনে সকাল থেকেই দেখা গেছে দীর্ঘ লাইন। অনেকে আবার বিকল্প পথে যাওয়ার চেষ্টা করছে।
মেট্রোরেল ব্যবহারকারী এক যাত্রী বলেন, সড়কে তীব্র যানজটের কারণে এখন অনেকেই মেট্রো ব্যবহার করছেন। এতে করে ট্রেনগুলো ভিড়ে ঠাসা থাকে।”
ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। কিন্তু আন্দোলনের কারণে কিছু কিছু রাস্তায় যান চলাচল সীমিত করতে হয়েছে। মেট্রোরেল ব্যবহার বাড়ায় সেখানেও বাড়তি চাপ তৈরি হয়েছে।