গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

গাজী সালাউদ্দিন তানভীর
গাজী সালাউদ্দিন তানভীর  © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব (সাময়িক অব্যাহতিপ্রাপ্ত) গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে,  স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

জানা গেছে, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পর্ক অর্জনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। 

মঙ্গলবার (২০মে) দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য প্রদানের কথা ছিল তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানের । তবে তারা কেউই হাজির হননি।

এ বিষয়ে  দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, তলবকৃত দুই ব্যক্তিকে তলব করা হলেও তারা উপস্থিত হননি। এমনকি সময় বৃদ্ধির জন্য তারা কোনো আবেদনও করেননি। এটা তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল দুদকের পক্ষ থেকে। কিন্তু তারা যদি এ সুযোগ না নেন এটা তাদের বিষয়।

তিনি আরও বলেন, তাদের অনুপস্থিতির কারণে দুদকের অনুসন্ধান থেমে থাকবে না। দুদকের আইন ও বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধেও অনুসন্ধান চলমান থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান শেষ হলে দুদকের টিম তাদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দিবে। প্রতিবেদনের আলোকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

এর আগে, গত ২৭ এপ্রিল দুদক জানায়, অভিযুক্ত তিনজনের ওপর গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে।  গত ১৫ মে তাদের তলব করে চিঠি দেওয়া হয়েছিল।  


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence