ওয়ালটনের এসি কিনে মিলিয়নিয়ার খুলনার মিঠুন দত্ত

২৯ এপ্রিল ২০২৫, ০৯:৫২ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৯ PM

© সংগৃহীত

বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়ালটনের এসি কিনে ১০ লাখ টাকা পুরস্কার পেয়েছেন খুলনার খালিশপুর এলাকার জুয়েলারি ব্যবসায়ী মিঠুন দত্ত। ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২–এর আওতায় কিস্তিতে এসিসি ব্র্যান্ডের একটি এসি কিনে মিলিয়নিয়ার হওয়ার এই আনন্দঘন মুহূর্ত উদযাপন করা হয় জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে খুলনার খালিশপুরের চিত্রালী শ্রমিক ময়দানে আয়োজিত অনুষ্ঠানে মিঠুন দত্তের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জোহেব আহমেদ এবং চিফ সেলস এক্সিকিউটিভ অফিসার ওয়াহিদুজ্জামান তানভির।

মিঠুন দত্ত জানান, প্রথমে মেসেজ পেয়ে বিশ্বাস হয়নি। পরে ওয়ালটন থেকে ফোন করে নিশ্চিত করলে আমি অভিভূত হই। দেশীয় পণ্য কিনে এভাবে ১০ লাখ টাকা পুরস্কার পাবো, তা কখনো কল্পনাও করিনি। এই টাকা দিয়ে জমি কেনার পরিকল্পনা করেছি।

ওয়ালটনের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ‘দেশজুড়ে তোলপাড়, ওয়ালটন পণ্য কিনে হতে পারেন আবারো মিলিয়নিয়ার’ এই স্লোগানে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ চলছে সারা দেশে। এই ক্যাম্পেইনের আওতায় ওয়ালটনের ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে গ্রাহকরা পাচ্ছেন ১০ লাখ টাকা জেতার সুযোগ, সঙ্গে নিশ্চিত উপহার ও ক্যাশ ভাউচার।

জানা গেছে, মিঠুন দত্ত গত ১৬ এপ্রিল খুলনার খালিশপুর ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে ৯৫ হাজার ৯৯০ টাকা মূল্যের দুই টনের এসিসি ব্র্যান্ডের এসি ক্রয় করেন। এরপর তার নাম, মোবাইল নম্বর ও এসির মডেল নম্বর ডিজিটালি রেজিস্ট্রেশন করা হয়। পরে ওয়ালটনের পক্ষ থেকে মিঠুনের মোবাইলে ১০ লাখ টাকা জয়ের বার্তা পাঠানো হয়।

অনুষ্ঠানে ওয়ালটনের সিএমও জোহেব আহমেদ বলেন, ওয়ালটন শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, মানুষের মুখে হাসি ফোটাতেও কাজ করছে। ইতোমধ্যে আমাদের ক্যাম্পেইনের মাধ্যমে অনেক সাধারণ মানুষ জীবন বদলে দেয়ার মতো পুরস্কার পেয়েছেন।

জনপ্রিয় অভিনেতা ও ওয়ালটনের নির্বাহী পরিচালক আমিন খান বলেন, ওয়ালটন এখন বাংলাদেশের গর্ব। দেশের মানুষের আস্থা অর্জনের পাশাপাশি বিশ্বের ৫০টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার চিফ ডিভিশনাল অফিসার নুরুল ইসলাম ও আল মাহফুজ খান, রিজিওনাল সেলস ম্যানেজার আব্দুল হান্নান, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার রাজীব ফেরদৌস, এসির ব্র্যান্ড ম্যানেজার খলিলুর রহমান, এসি সেলস মনিটরিংয়ের শাহরিয়ার আলম ও খালিশপুর ওয়ালটন প্লাজা ম্যানেজার রবিন মিয়াসহ ওয়ালটনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

র‌্যাম্পে হাঁটল পোষা প্রাণী—ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন উদ্যোগ …
  • ২০ জানুয়ারি ২০২৬
চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা এনসিপি’র, জায়গা পেলেন যারা
  • ২০ জানুয়ারি ২০২৬
১২ তারিখে ভোট হবে কিনা, এ নিয়ে গুজব ছড়াচ্ছে একটি চক্র: তথ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
এবার এনসিপি নেতার আসনের জামায়াত প্রার্থী ‘অবরুদ্ধ’, প্রত্যা…
  • ২০ জানুয়ারি ২০২৬
অনড় মামুন, চ্যালেঞ্জ বাড়ল নুরের
  • ২০ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকারের সম্ভাব্য সময়সূচি প্…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9