ফেসবুকে এনআইডি সংশোধনের নামে প্রতারণা রুখতে উদ্যোগ নিল ইসি

নির্বাচন কমিশন (ইসি)
নির্বাচন কমিশন (ইসি)  © সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের নামে ফেসবুকে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় এ প্রবণতা ঠেকাতে কঠোর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাধারণ জনগণকে সঠিক তথ্য পৌঁছে দিতে ইসি তার অফিসিয়াল ফেসবুক পেজগুলোর মাধ্যমে এনআইডি সংক্রান্ত কার্যক্রম প্রচার করবে।

সম্প্রতি ইসির এক অফিস আদেশে জানানো হয়েছে, Bangladesh Election Commission Secretariat ফেসবুক পেজের ২ লাখ ১৯ হাজার এবং ‘জাতীয় পরিচয়পত্র’ পেজের ২ লাখ ৩৭ হাজার ফলোয়ার রয়েছে। এসব পেজে নিয়মিতভাবে নির্বাচন, ভোটার তালিকা হালনাগাদ ও এনআইডি সংশোধন সম্পর্কিত তথ্য প্রকাশ করা হয়।

সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে এনআইডি সংশোধনের নামে প্রতারণা বাড়ছে, যা সাধারণ জনগণকে বিভ্রান্ত করছে। এই পরিস্থিতি মোকাবিলায় ইসি তার অফিসিয়াল ফেসবুক পেজগুলোর কনটেন্ট নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করতে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছে। পাশাপাশি, সেবা নিতে আসা নাগরিকদেরও এসব পেজ সম্পর্কে অবহিত করতে বলা হয়েছে।

এছাড়া, টিভি, দৈনিক পত্রিকা ও অন্যান্য গণমাধ্যমেও এনআইডি সংশোধন বিষয়ে প্রচার চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষে আগামী জুন মাসে আরও ৬০ লাখের বেশি নতুন ভোটার যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence