ঈদের দিনে অভ্যুত্থানে শহীদ সুমাইয়ার বাড়িতে উপদেষ্টা মাহফুজ আলম

শহীদ সুমাইয়া আক্তারের বাসায় মাহফুজ আলম
শহীদ সুমাইয়া আক্তারের বাসায় মাহফুজ আলম   © সংগৃহীত

জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে শহীদ সুমাইয়া আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।  রবিবার (৩১ মার্চ) সকাল ১০টায় উপজেলার ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লাস্থ এলাকায় সুমাইয়ার বাসায় উপস্থিত হন তিনি। এ সময় উপদেষ্টা নিহতের পরিবারের খোঁজখবর নেন। 

মাহফুজ আলম বলেন, সুমাইয়ার মত এমন অসংখ্য মানুষ বিগত ফ্যাসিস্ট সরকারের হাতে নির্মমভাবে খুনের শিকার হয়েছেন। বর্তমান সরকার এ সকল হত্যাকাণ্ডের বিচার বাস্তবায়নে তৎপর রয়েছে। ভুক্তভোগী এসকল পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য। 

পরে তিনি শহীদ সুমাইয়ার মায়ের হাতে ঈদ উপহার ও আর্থিক সহায়তা তুলে দেন। এসময় প্রায় ৩০ মিনিটেরও বেশি সময় শহীদ পরিবারের সাথে সময় কাটান তথ্য উপদেষ্টা এবং মামলার বিষয়ে খোঁজখবর নেন।  

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, তামিম আহমেদ ও দক্ষিণ অঞ্চলের সংগঠক শওকত আলি।

উল্লেখ্য, গত ২০ জুলাই বিকেলে সিদ্ধিরগঞ্জের বাসায় ছয়তলার ফ্ল্যাটে নিজের শিশু মেয়েকে ঘুম পাড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে আন্দোলনের দৃশ্য দেখছিলেন সুমাইয়া। বারান্দায় দাঁড়ানোর কয়েক মিনিটের মধ্যেই হেলিকপ্টার থেকে ছোড়া একটি গুলি ওই ফ্ল্যাটের বারান্দার গ্রীল ভেদ করে তার মাথায় লাগে। এসময় রক্তাক্ত অবস্থায় ফ্লোরে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সড়কেই মৃত্যু হয় তার।


সর্বশেষ সংবাদ